Skip to content

ওড়িশার বেসরকারি নার্সিং কলেজের হোস্টেল থেকে উদ্ধার হল খড়্গপুরের এক ছাত্রের ঝুলন্ত দেহ!

নিজস্ব সংবাদদাতা : ওড়িশার বেসরকারি কলেজে বাংলার ছাত্রের রহস্যমৃত্যু। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার  খড়্গপুরে। পুলিশ সূত্রে খবর, মৃত ছাত্রের নাম মহম্মদ আজিমুদ্দিন (২১)। ভুবনেশ্বরের বিঞ্ঝগিরির একটি বেসরকারি নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন তিনি। রবিবার কলেজের হোস্টেল থেকে তাঁর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। কিন্তু পরিবারের দাবি, তাঁদের ছেলেকে ঠান্ডা মাথায় খুন করে দেহ ঝুলিয়ে দিয়েছে দুষ্কৃতীরা। রুমমেট, কলেজ কর্তৃপক্ষের দিকেও অভিযোগের আঙুল তুলেছেন তাঁরা। মৃতের কাকা শেখ ফিরোজের অভিযোগ, ‘কলেজ কর্তৃপক্ষ কোনও সাহায্য করেনি। আমরা পৌছনোর আগেই দেহ নিয়ে যায় পুলিশ।’ সরাসরি খুনের অভিযোগ তুলে কলেজ কর্তৃপক্ষকেই কাঠগড়ায় তুলেছেন মৃতের দিদি। তিনি বলেন, ‘ঠান্ডা মাথায় খুন করেছে ভাইকে। রুমমেট, কলেজ কর্তৃপক্ষ সবাই এর সঙ্গে যুক্ত।মৃত ছাত্রের পরিবার সূত্রে জানা গিয়েছে, নভেম্বর মাসের শুরুতেই খড়্গপুরে এসেছিলেন আজিমুদ্দিন। ১০ নভেম্বর ফিরে যান। ১৭ নভেম্বর অর্থাৎ সোমবার তাঁর পরীক্ষা ছিল। কিন্তু তার আগের দিন মানে রবিবার সন্ধ্যায় কলেজ থেকে ফোন আসে আজিমুদ্দিনের বাড়িতে। পরিবারের দাবি, তাঁদের জানানো হয়, আজিমুদ্দিন গুরুতর অসুস্থ। কিন্তু তার ১৫ মিনিট পরেই ফের ফোন করে বলা হয়, আজিমুদ্দিনের মৃত্যু হয়েছে। এতেই সন্দেহ দানা বাঁধে পরিবারের।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Latest