Skip to content

DRM বাংলো ঘেরাও অভিযানে গিয়ে আক্রান্ত হয় রেল বস্তি সংগ্রাম কমিটির ৩ সদস্য, বৃহস্পতিবার প্রতিবাদ মিছিল!

নিজস্ব সংবাদাতা : ১১ই জুন বুধবার সকালে ডিআরএম বাংলো ঘেরাও অভিযানের সময় রেল বস্তি সংগ্রাম কমিটির ৩ সদস্য অসিত পাল, তৃণমূল কাউন্সিলর রোহন দাস এবং হেমা চৌবে আক্রান্ত হন। এই ঘটনার প্রতিবাদে, রেল বস্তি সংগ্রাম কমিটি ১২ জুন, বৃহস্পতিবার খড়গপুর পৌরসভার ২৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর রোহন দাসের দলীয় কার্যালয় থেকে বিশাল প্রতিবাদ মিছিলের ডাক দেয়। এই সংগ্রাম কমিটির ডাকা মিছিলে তৃণমূল জেলা সহ-সভাপতি দেবাশীষ চৌধুরী, প্রাক্তন বিধায়ক প্রদীপ সরকার, জহর লাল পাল, রীতা শর্মা, ফিদা হুসেন, আইয়ুব আলী, রোহন দাস, বেশ কয়েকজন তৃণমূল কাউন্সিলর এবং কর্মী এবং রেল বস্তি বাঁচাও সংগ্রাম কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। রেলওয়ে বেশ কয়েকদিন ধরে এলাকায় উচ্ছেদের নোটিশ দিচ্ছে। এর প্রতিবাদে, গতকাল ডিআরএমকে অপসারণের দাবিতে এবং আরপিএফ কর্তৃক লাঠিচার্জের প্রতিবাদে মিছিলটি আয়োজন করা হয়।

Latest