Skip to content

খড়গপুর প্রিয়নাথ রায় শিশু-শিক্ষা নিকেতন উদ্যোগে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা!

1 min read

অরিন্দম চক্রবর্তী: ২০শে ডিসেম্বর শনিবার খড়গপুর প্রিয়নাথ রায় শিশু-শিক্ষা নিকেতন উদ্যোগে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্টিত হলো । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালঞ্চ রামকৃষ্ণ বিবেকানন্দ মাঠের অধ্যক্ষ স্বামী বিশ্বরূপানন্দ মহারাজ,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ব্রজকিশোর জানা, স্কুলের সভাপতি তারাপদ চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী দীপক কুমার দাশগুপ্ত,প্রদীপ গুইন,মৃগেন রানা,তাপস দাস অধিকারী,কার্তি মিত্র,বিবাস সেন.অশোক মন্ডল প্রমুখ ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রধান শিক্ষিকা দীপ্তি রায় মিত্র । ছাত্র-ছাত্রীদের মধ্যে অনেক ধরনের প্রতিযোগিতা মুলক খেলাধুলা অনুষ্ঠিত হয় পাশাপাশি বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে স্কুলের ছাত্র ছাত্রীরা নাচ, গান ,পি টি প্রদর্শন করেন। এরপর বিভিন্ন বিভাগের ছাত্র-ছাত্রীদের মধ্যে কলা দৌড়, কমলা দৌড়, লজেন্স দৌড় প্রতিযোগিতা সহ বিভিন্ন ইভেন্টে খেলা শুরু হয়।

প্রতিযোগিতায় যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয় তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।দীপক কুমার দাশগুপ্ত বলেন এই ধরনের অনুষ্ঠানে উপস্থিত হয়ে উনার স্কুল জীবনের কথা মনে পড়ে গেল।এই বিদ্যালয়ে থেকে অনেক ডাক্তার,ইঞ্জিনার হয়েছে এবং এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে উনি অনেকটাই আবেগ আপ্লুত।

Latest