নিজস্ব প্রতিবেদন : প্রতি বছর ৮ মার্চ পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। নারীর সত্ত্বাকে আরও একবার উদযাপন করতে এই আয়োজন। একজন তরুণী থেকে মা কিম্বা সাধারণ এক মহিলা থেকে পেশাগত জীবনে অসাধারণ হয়ে ওঠা নিয়ে প্রতিটি মহিলার জীবনেই কিছু না কিছু লড়াইয়ের কাহিনি থাকে। সেই লড়াইকেই কুর্নিশ জানিয়ে কয়েকজন সাহসিনীকে সংবর্ধিত করলো খড়গপুর ডিভিশন। নারী দিবসের দিন আড়ম্বর অনুষ্ঠান করে বিভিন্ন ক্ষেত্রে পারদর্শিতা দেখানো নারীদের সংবর্ধনা দিল দক্ষিণ পূর্ব রেলওয়ে শাখার খড়গপুর ডিভিশন। প্রীতি কুমারী, এসিস্ট্যান্ট লোকো পাইলট, সুপ্রভা উপাধ্যায় যিনি একজন দক্ষ রেল পুলিশ এমন বেশ কয়েকজন সাহসিনীকে সংবর্ধিত করেছে খড়গপুর ডিভিশন।তাদের হাতে সম্মাননার উপহার তুলে দেন খড়গপুর ডিভিশনের রেলওয়ে ম্যানেজার।
