Skip to content

খড়গপুর রেলওয়ে ওয়ার্কশপে রক্তদান শিবির!

অরিন্দম চক্রবর্তী : দক্ষিণ পূর্ব রেলের ওয়ার্কশপের কনফারেন্স হলে চিকিৎসক দিবস উপলক্ষে মঙ্গলবার ১লা জুলাই একটি স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। ওয়ার্কশপের পার্সোনাল ব্রাঞ্চ রিক্রিয়েশন ক্লাবের ব্যবস্থাপনায় প্রথম বর্ষের এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত হয়। এদিন শিবিরের পাঁচজন মহিলা সমেত ৬৭ জন স্বেচ্ছায় রক্ত দেন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ ওয়ার্কশপ ম্যানেজার রামপ্রসাদ বায়েন এবং এ.এফ.এ এ কামেশ্বর রাও। রক্ত সংগ্রহ করেন রেলওয়ে মেন হাসপাতালের ডা: অদিতি ভট্টাচার্যের নেতৃত্বে পাঁচজনের চিকিৎসক টিম এবং খড়্গপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক ডা: উৎপল দাসের নেতৃত্বে পাঁচজনের চিকিৎসক টিম। বিশেষ সহযোগিতায় ছিলেন সংস্থার সভাপতি জয়দীপ সেনগুপ্ত, সাধারণ সম্পাদক সনদ রায় এবং গোপাল নস্কর, সহ-সভাপতি উদয় শংকর তেওয়ারি, কার্যকরী সভাপতি দি সত্যনারায়ণ এবং অন্যান্য সদস্য ও সদস্যারা।

Latest