নিজস্ব সংবাদদাতা : ১লা এপ্রিল মঙ্গলবার খড়গপুর বিভাগের নতুন সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার তথা পিআরও হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন নিশান্ত কুমার । তিনি ২০১৫ ব্যাচের একজন আইআরটিএস অফিসার। মূলত বিহারের পাটনার বাসিন্দা, শ্রী নিশান্ত পাটনার কাঁকরবাগের ইশান ইন্টারন্যাশনাল পাবলিক স্কুলে তার স্কুলজীবন শেষ করেছেন। পাটনা সায়েন্স কলেজ থেকে ইন্টারমিডিয়েট সম্পন্ন করার পর, তিনি তামিলনাড়ুর ভিআইটি থেকে বি.টেক ডিগ্রি অর্জন করেন। খড়গপুরে পোস্টিংয়ের আগে, তিনি বোন্ডামুন্ডায় এরিয়া রিজিওনাল ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন এবং রাঁচি ডিভিশনে সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার তথা চিফ পাবলিক রিলেশন অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। তার চাকরিকালীন সময়ে, তিনি তার অসাধারণ কাজের জন্য ডিআরএম, জিএম এবং রেলওয়ে বোর্ড স্তরে পুরষ্কার পেয়েছেন।খেলাধুলায়, বিশেষ করে ক্রিকেট এবং ব্যাডমিন্টনে তার আগ্রহ রয়েছে। তিনি সামাজিক কাজেও জড়িত, বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাদানে।তিনি খড়গপুর রেলওয়ে ডিভিশনের বিদায়ী সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার শ্রী অলোক কৃষ্ণের কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন।