Skip to content

খড়গপুর রাজগ্রাম যুবসংঘে সরস্বতী পুজো!

1 min read

খড়গপুর অরিন্দম চক্রবর্তী: খড়গপুর মিউনিসিপ্যালিটির ৮ নম্বর ওয়ার্ডের রাজগ্রাম যুব সংঘ (জুনিয়র) ক্লাবে সাড়ম্বরে উদযাপন হচ্ছে সরস্বতী পুজো। বর্ণপরিচয় এর বিভিন্ন অক্ষর ও পদ্ম নিয়ে এবারের প্যান্ডেলের থিম তৈরি হয়েছে। সর্বশিক্ষা মিশন কে কেন্দ্র করে প্রতিমা নির্মিত হয়েছে। ৩৬ তম বর্ষের এই থিম পুজোর মূলভাবনায় আছেন শৌভিক পালিত, অভিষেক রায় চৌধুরী, সৌমেন পালিত, মিতুন এবং ২২ জন যুবকের মস্তিষ্ক। পুজো উদ্বোধনে ১লা ফেব্রুয়ারি আসেন খড়্গপুর এর মহাকুমা শাসক যোগেশ পাটিল অশোকরাও। এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন-মহারাষ্ট্রের পাশে তেলেঙ্গানার বাসর গ্রামে একটি সরস্বতী মন্দিরে আমার প্রথম হাতে খড়ি হয়েছিল। বাড়ি থেকে অনেক দূরে ছিল সেই মন্দির। আপনাদের এ রাজ্যে বছরের বিশেষ এই তিথিতে সরস্বতী পুজো করে হাতে খড়ি দেয়ার চল দেখে আমি অভিভূত। সরস্বতী হচ্ছেন সংস্কৃতি, কলা বিদ্যার দেবী। দুর্গা পুজো, কালীপুজো, ঈদ, বড়দিন যেভাবে আমরা জনগণের অসুবিধা সৃষ্টি না করে সবকিছু সামলেছি, এই পুজোতে ও তাই করবো বলে তিনি জানান। এদিনের বিশেষ অতিথি খড়গপুর মিউনিসিপ্যালিটির চেয়ারপারসন কল্যাণী ঘোষ বলেন সরস্বতী পুজোর আরাধনার মধ্য দিয়ে বাচ্চাদের লেখাপড়ার জগত শুরু হয়। এখানে বাচ্চাদের উপযোগী থিম দেখে খুব খুশি হলাম। এছাড়া মন চেয়েছিলেন ওয়ার্ড কাউন্সিলর জয়শ্রী পাল, প্রাক্তন কাউন্সিলর দীপেন্দু পাল, প্রাক্তন শিক্ষক তথা খড়্গপুর পৌরসভার প্রাক্তন ভাইস চেয়ারম্যান চিত্তরঞ্জন মন্ডল। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ড: সঞ্জয় দাস। উদ্যোক্তাদের পক্ষে অভিষেক রায়চৌধুরী বলেন-পাঁচ দিনের এই পুজোয় ২রা ফেব্রুয়ারি দেবী পুজো ও পুষ্পাঞ্জলী, দ্বিতীয় ও তৃতীয় দিনে বাচ্চাদের বিভিন্ন রকম প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় থাকছে পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শেষ দিন অর্থাৎ ৫ই ফেব্রুয়ারি থাকবে আড়াই হাজার মানুষকে বসিয়ে অন্ন ভোগখাওয়ানোর ব্যবস্থা।

Latest