Skip to content

খড়গপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে বিতর্ক সভা!

নিজস্ব সংবাদদাতা : ১০ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এই বছরও খড়গপুর ট্রাফিক হাই স্কুল প্রাঙ্গনে খড়গপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে চতুর্দশ বার্ষিক নারী দিবস উদযাপন করা হয়।উদ্বোধনী সমবেত সংগীত পরিবেশন করে অনুষ্ঠানের সূচনা করেন। পরে বিতর্ক সভায় বিষয় ছিল নারীরা শিল্পের নামে কতকাল পণ্য হবে ? ৪ জন বক্তা কল্পনা জোসেফ , মহুয়া ব্যানার্জী, বিশিষ্ট সমাজসেবী দীপক কুমার দাশগুপ্ত ও কামরুজ্জামান আলোচনায় অংশ নেন । এছাড়া মঞ্চে চতুর্থ শ্রেণীর স্কুল ছাত্রী আদিবা পরভীন নারী দিবসকে কেন্দ্র করে ইংরেজি ভাষায় বক্তব্য রাখেন। পাশাপাশি আফিয়া ইসরাত,তাইবা পরভীন এবং মহম্মদ ফারহানরাও ইংরেজিতে কবিতা পাঠ করেন। এই ছোট ছোট শিশুদের এই বয়সে এই ধরনের পারফরম্যান্স উপস্থিত সকল অতিথি,শ্রোতা ও দর্শকদের মন জয় করে নেয়। অনুষ্ঠানে মূখ্য অতিথি হিসেবে অনুষ্ঠানের পুরো শেষ লগ্নে হাজির হয়েছিলেন রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রীকান্ত মাহাত , ঝাড়খন্ড রাজ্যের লোকপাল মাননীয় ড.রতন মাহাত ছিলেন খড়্গপুর কলাইকুন্ডা এয়ারফোর্সের কাউন্সিলিং টিচার আর শর্মা, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষাবিদ অভিষেক কুমার যাদব, তারান্নুম বেগম, শিক্ষাবিদ রুকসানা খাতুন, তাপস কুমার মাইতি, ডা: দীপক কুমার দাশগুপ্ত, অধ্যাপক তপন কুমার পাল, অধ্যাপক জাহির চৌধুরী, কামরুজ্জামান,গীতিকার গোপাল দণ্ডপাট, খড়্গপুর পৌরসভার কাউন্সিলর অপর্ণা ঘোষ, ডা: সুতনু চ্যাটার্জী সহ বিশিষ্টজনেরা । এদিন মঞ্চে সমাজের বিভিন্ন ক্ষেত্রের ১৫ জন মহিলাদের বর্ষসেরা অন্যন্য নারী সম্মানে ভূষিত করা হয়। যারা এদিন সম্মানিত হলেন, তাঁদের নাম অনিন্দিতা ঘোষ, বহ্নিশিখা বক্সী, দেবশ্রী মুখার্জি রুদ্র, কল্পনা জোসেফ, মোনালিসা ভৌমিক, সীমা কুন্ডু, পাপড়ি বসু গঙ্গোপাধ্যায়, শিখা সিংহ রায়,শব্বু পরভীন, সুনন্দা মিত্র, মিতা চৌধুরী, মৌসুমী চ্যাটার্জী, রনিতা দে গুহ, দেবী সিকদার, বিমলা দে ঘোরাই সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন খড়্গপুর রিপোর্টার্স ক্লাবের সম্পাদক গুলাম আশিক।

Latest