Skip to content

২১শে মার্চ,বিশ্ব কবিতা দিবস উপলক্ষ্যে খড়্গপুর রিপোর্টাস ক্লাবের উদ্যোগে কবি সম্মেলন!

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : ২১শে মার্চ বৃহস্পতিবার ,বিশ্ব কবিতা দিবস উপলক্ষ্যে খড়্গপুর রিপোর্টাস ক্লাবের উদ্যোগে কবি সম্মেলন সম্পন্ন হল ।খড়গপুর রিপোর্টাস ক্লাবের উদ্যোগে খড়্গপুর ইন্দার অতিথি গেস্ট হাউস হলে জেলার বিশিষ্ট কবি ও সাহিত্যিকদের নিয়ে কবি সম্মেলন , কবি সম্মাননা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠান অনুষ্ঠিত হল।এদিন বিশিষ্ট সংগীত শিল্পী শিউলি ঘোষের মধুর কন্ঠে উদ্বোধনী সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। তারপর আন্তর্জাতিক কবিতা দিবস উপলক্ষে একটি আলোচনা সভা সংঘটিত করা হয় । আলোচক ছিলেন বিশিষ্ট অধ্যাপক রাখহরি পাল ও বিশিষ্ট সাহিত্যিক ও প্রাবন্ধিক কামরুজ্জামান। প্রত্যেক বক্তারা কবিতা দিবসের বিস্তারিত তথ্য ও নানা মুখ্য দিকগুলির বিবরণ তারা তুলে ধরেন। উপস্থিত ছিলেন খড়্গপুর পৌরসভার কাউন্সিলর জয়দীপ বোস,বিশিষ্ট সমাজসেবী ডা.দীপক কুমার দাশগুপ্ত, মিঠুন চ্যাটার্জী,অধ্যাপক রাখহরি পাল, শিক্ষাবিদ তাপস কুমার মাইতি, অধ্যাপক জাহির চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী মৌসুমী চ্যাটার্জী, কল্পনা যোসেফ, মনিদীপা দে ,দীপিকা রানা, নমিতা চৌধুরী, দেবব্রত চট্টোপাধ্যায়, তাপস মুখার্জী, মহুয়া ব্যানার্জী,শম্ভু পাল,অমিত কুমার দেব,বিশিষ্ট আইনজীবী লোপামুদ্রা চ্যাটার্জী সহ বিশিষ্টজনেরা। এই বিশেষ দিনে মঞ্চে ৬ জন জেলার বিশিষ্ট কবিদের কবি সম্মানের সম্মানিত করা হয়।যারা সম্মানিত হলেন, তাঁদের নাম জয়শ্রী সরকার, সোনালী মিত্র, দিলীপ বসাক, পুষ্প সাহু, মদনমোহন দে ও পশুপতি ভূঁঞা প্রমুখ । এছাড়াও বিশেষ সম্মানে ভূষিত করা হয় বিশিষ্ট সঙ্গীত শিল্পী শিউলি ঘোষকে। সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন খড়্গপুর রিপোর্টাস ক্লাবের সম্পাদক গুলাম আশিক।

May be an image of 11 people and text

Latest