Skip to content

খড়গপুর গ্রামীণের হরিয়াতারা অঞ্চলে ওয়েল্ডিং কারখানায় ট্যাঙ্কার বিস্ফোরণে মৃত এক শ্রমিক!

নিজস্ব সংবাদদাতা: সোমবার বিকেলে খড়গপুর গ্রামীণের এক নং ব্লকের হরিয়াতাড়া এলাকায় শ্রী শ্যাম কেমিক্যাল গ্লিসারিন কারখানায় এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা গেছে, নিহত শ্রমিকের নাম মনজিত কুমার। ২৫ বছর বয়সী ওই শ্রমিক বিহারের বাসিন্দা। আরও কয়েকজন নিচে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ গ্লিসারিন চেম্বারে গ্যাস তৈরি হয় এবং বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে, কারখানা থেকে প্রায় ১০০ মিটার দূরে ঢাকনাসহ শ্রমিকটি ছিটকে পড়ে যায়।

ঘটনাস্থলেই শ্রমিকের মৃত্যু হয়। অন্যরা আতঙ্কে দৌড়াতে শুরু করে। বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে আসেন। খড়গপুর গ্রামীণ থানার পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। মৃতদেহ ঘিরে বিক্ষোভ শুরু করেন স্থানীয়রা। তাদের দাবি, কারখানায় শ্রমিকদের কোনও নিরাপত্তা নেই। ভবিষ্যতে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারে। ঘটনার পর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

Latest