Skip to content

খড়গপুরে দুয়ারে সরকার ক্যাম্পের প্রস্তুতি - কি বললেন SDOযোগেশ অশোক রাও!

1 min read

খড়গপুর অরিন্দম চক্রবর্তী:আগামী ২৪ শে জানুয়ারি শুক্রবার থেকে ১লা ফেব্রুয়ারি ২০২৫ তারিখ খড়গপুর এর প্রতিটি ওয়ার্ডে শুরু হতে চলেছে দুয়ারে সরকারের কর্মসূচি। ২১শে জানুয়ারি মহকুমা শাসকের কার্যালয়ে এক প্রেস মিটে মহকুমা শাসক যোগেশ পাটিল অশোক রাও বলেন-তফসিলি জাতি ও উপজাতি শংসাপত্র, প্রতিবন্ধী শংসাপত্র, শিক্ষাশ্রী, জয় জোহার, মানবিক, কৃষক বন্ধু, কিসান ক্রেডিট কার্ড সহ ৩৭টি সরকারি প্রকল্পের আবেদন গ্রহণ করা হবে ২৪ শে জানুয়ারি থেকে। আবেদনপত্র গুলি পরীক্ষা-নিরীক্ষা করে পরিসেবা প্রদান শুরু করা হবে ২রা ফেব্রুয়ারি থেকে ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত। পশ্চিম মেদিনীপুর জেলার দশটি ব্লকের সাথে খড়্গপুর মিউনিসিপ্যালিটির বিভিন্ন ওয়ার্ডেও গ্রামীণ এলাকায় ওই তারিখ থেকে ক্যাম্প শুরু হচ্ছে। দুটি পদ্ধতিতে আবেদনপত্র নেয়া হবে। যে ক্যাম্প গুলিতে মানুষরা সরাসরি এসে তাদের আবেদনপত্র জমা করতে পারে সেই ক্যাম্প গুলিকে স্টাটিক ক্যাম্প বলে। এগুলির সংখ্যা হবে ১৬৯৮টি। মহকুমা শাসক বলেন যারা এই সব ক্যাম্পে আসতে পারবেন না তাদের জন্য পাড়ায় পাড়ায় ও বাড়িতে গিয়ে মোবাইল ক্যাম্প করে আবেদনপত্র গ্রহণ করা হবে। এরকম ক্যাম্পের সংখ্যা ১০০৫টি। দুই ধরনের ক্যাম্প মিলিয়ে মোট ২৭০৩টি ক্যাম্পের মাধ্যমে আবেদনপত্র গ্রহণ করা হবে। তিনি আরো বলেন কিশোরী কন্যাদের বিবাহ রুখতে বিশেষ পরামর্শদানের ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন বিদ্যালয় প্রাঙ্গনে। পশ্চিম মেদিনীপুর জেলার দুর্ঘটনা প্রবণ এলাকা গড়বেতা ,চন্দ্রকোনা রোড ,খড়গপুর লোকাল। খড়গপুর শহরের সতকুই, ইন্দ্রা, ওটি রোড, বারবেটিয়া, চাঙ্গুয়াল, ন্যাশনাল হাইওয়ে এবং ওর পার্শ্ববর্তী বিভিন্ন স্কুলে পথ নিরাপত্তার সচেতনতা ক্যাম্প ২৭ থেকে ৩১শে জানুয়ারি পর্যন্ত এই দুয়ারে সরকারের কর্মসূচির অন্তর্ভুক্ত করা হয়েছে। পরিবহন বিভাগ থেকে শুরু করে চক্ষু পরীক্ষা শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন থাকবে। এছাড়া জনজাতি অধ্যুষিত এলাকায় বিশেষ ক্যাম্প করে তাদের শংসাপত্রের ব্যবস্থা করা হবে। সেই সাথে প্রতিবন্ধী ভাই-বোনেরা যাতে শংসাপত্র পেয়ে মানবিক প্রকল্পে যুক্ত হতে পারে তার জন্য বিশেষ ব্যবস্থা করা হবে। অর্থাৎ রাজ্য সরকারের যতগুলি প্রকল্প রয়েছে সেইসবের পরিষেবা দেয়ার জন্য জনগণের বাড়িতে বা ঘরের পাশে যাওয়ার জন্য দুয়ারের সরকার এগিয়ে যাবে। 

খড়গপুর এর মহকুমা শাসক যোগেশ পাটিল অশোক রাও

Latest