Skip to content

খড়্গপুরের সেক্রেট হার্ট চার্চের সভাগৃহে মা দিবস (Mother Day) পালন করা হলো!

খড়গপুর অরিন্দম চক্রবর্তী : ভালোবাসা, শান্তি, আনন্দ ও সন্তুষ্টি (Love, peace, joy & Satisfaction) সংস্থার উদ্যোগে ১৯শে মে সোমবার সন্ধে সাড়ে ছটায় সাড়ম্বরে পালিত হল মা দিবস(Mother Day)। খড়্গপুরের শেরশা স্টেডিয়াম এর নিকটবর্তী সেক্রেট হার্ট চার্চের সভাগৃহে এদিন অনুষ্ঠান শুরু হয় সদ্য প্রয়াত ফ্রান্সিস ও পহেলগামে জঙ্গিদের হাতে নিহত নিরীহ পর্যটকদের শ্রদ্ধাঞ্জলি দিয়ে। ফুল ও মোমবাতি প্রজ্জলন করে উপস্থিত মানুষেরা শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর মূল অনুষ্ঠান শুরু হয় উদ্বোধনের সংগীত যতবার দেখি মাগো তোমায় আমি গান দিয়ে। এরপর নার্স ডে (Nurses Day)স্মরণে একটি নৃত্য পরিবেশিত হয়।

এদিন মঞ্চে অতুলনীয় মা (Unique mother) হিসেবে সম্বর্ধনা দেয়া হয় ৮২ বছরের বৃদ্ধা সন্ধ্যা সাহুকে। যিনি আইআইটির হোটেলে কাজ করে বিকৃত মস্তিষ্ক ছেলের দেখাশোনা করেন। তারপর, মা দিবসের স্মরণে, উপস্থিত বাবারা নয়টি মোমবাতি জ্বালান, যা নয় মাসের মাতৃত্বের প্রতিনিধিত্ব করে। এরপর ৫০ জন দুস্থ মহিলাকে বালতি ও ১০জনকে টেবিল ফ্যান সংস্থার পক্ষ থেকে বিতরণ করা হয়। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেন্ট জন অ্যাম্বুলেন্স এর অসীম নাথ। তিনি বলেন-'আমাদের জীবনে মায়েদের অবদান অনেক বড়। বাচ্চা মানুষ করতে পেরে প্রাথমিক চিকিৎসা সম্বন্ধে উপস্থিত মায়েদের দৃষ্টি আকর্ষণ করেন। বিশিষ্ট সমাজসেবী দীপক কুমার দাশগুপ্ত বলেন একমাত্র মা ই বুঝতে পারেন শিশুর কখন খিদে পেয়েছে বা শরীর খারাপ হচ্ছে।সন্তানের জীবনী প্রথম শিক্ষক তার মা। তাই মা ছাড়া শিশু বাঁচেনা'। আই সি প্রতিভা হালদার বলেন শুধু মা দিবস(Mother Day) নয় প্রতিটি দিনেই মায়েদের খেয়াল করা উচিত। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী প্রভাকর রাও, জয়া দাস সিংহ, হিউম্যান রাইটসের অমিত মিশ্র, রাহুল শর্মা ,শিক্ষিকা মেহজাবিন চৌধুরী, পুলিশ অফিসার নীলিমা হুই, চার্চের ফাদার এবং আরো বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কল্পনা জোসেফ।

Latest