Skip to content

খড়্গপুরের স্পন্দন মহিলা ক্লাবের ১৬৫তম রবীন্দ্র-জয়ন্তী উদযাপন!

খড়গপুর দেবাশিস খাটুয়া : ১৭ই মে শনিবার অনুষ্ঠিত হোলো খড়্গপুরের স্পন্দন মহিলা ক্লাবের উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী ও কবি প্রণাম অনুষ্ঠান আয়োজন করা হয়। খড়্গপুরের গোলবাজার দুর্গামন্দির গুপ্তা মেমোরিয়াল সভাগৃহে ঘরোয়া পরিবেশে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্ম-জয়ন্তী উদযাপিত হলো। ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভানেত্রী মিনতি ঘোষ অনুষ্ঠানের শুভ সূচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক সুদীপ মণ্ডল, অনুরাধা সেন, দীপক দাশগুপ্ত (দীপুভাই), দেবাশিস খাটুয়া,সম্পাদক শিখা সিংহ রায়,সভাপতি মিনতি ঘোষ এবং আরো অনেক বিশিষ্ট ব্যক্তিরা। ক্লাবের শিল্পীরা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন। অনুরাধা সেন, মিনতি ঘোষ এবংদীপক দাশগুপ্ত রবীন্দ্রনাথ সম্পর্কে বক্তব্য উপস্থাপন করেন। বিবেকানন্দ রায়, দেবমিতা কুন্ডু,বাপী দাস, শঙ্খমালা ও স্পন্দন ক্লাবের শিল্পীরা রবীন্দ্র-সঙ্গীত পরিবেশন করেন। তবলায় সঙ্গত করেন পঙ্কজ সেনগুপ্ত এবং সিন্হেসাইজার বাজানোর দায়িত্বে ছিলেন শ্রী জয়ন্ত পানিগ্ৰাহী। সহচরী নৃত্য গোষ্ঠী এবং কয়েকজন শিশু শিল্পী রবীন্দ্র-নৃত্যে অংশগ্রহণ করেন। রবীন্দ্র-কবিতার আবৃত্তি পরিবেশন করেন স্বপ্না মজুমদার। স্পন্দন মহিলা ক্লাব-এর শিল্পীদের পরিবেশিত সংলাপ ও রবীন্দ্র-সঙ্গীতের মেলবন্ধনে রচিত গীতি-আলেখ্যর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। সমগ্ৰ অনুষ্ঠানটির সঞ্চালকের ভূমিকায় ছিলেন জিয়ানা দে ও শ্যামল বন্দোপাধ্যায়।

Latest