Skip to content

খড়গপুরে শ্রী গুরু সংঘের বাৎসরিক উৎসব!

1 min read

অপূর্ব মজুমদার : নতুন বছর ২০২৬-এর শুরুতেই বাংলাজুড়ে কনকনে ঠান্ডার দাপট।যথাযোগ্য মর্যাদায় খড়গপুরের সুভাষপল্লীতে শ্রী গুরু সংঘের বাৎসরিক উৎসব পালিত হলো সিরিডি সাইবাবা মন্দিরে। প্রথম দিন সকালে খড়গপুরের সুভাষপল্লী থেকে শোভাযাত্রা সহকারে গুরুদেবের প্রতীকৃতি ও পাদুকা মঞ্চে আনা হয়। সংঘ পতাকা উত্তোলনের পর মাতৃ সংঘের অধিবেশন হয়। নেতৃত্ব দেন বাসনা ব্যানার্জি।

এছাড়াও ছিলেন ইলা মন্ডল, উমা ঘোষ ও লীনা গোপ প্রমূখ। উৎসব পরিচালনায় অগ্রণী ভূমিকা নেন তপন বৈদ্য, মনোজ মাইতি, অতিস মাইতি, তারকনাথ ভট্টাচার্য আধিনাথ ভট্টাচার্য, সুরজিৎ ব্যানার্জি,বিশ্বনাথ মন্ডল প্রমুখ। বিকালে হয় ভাগবত পাঠ। পাঠ করেন কলকাতা থেকে আগত শ্রী বলরাম দাস। সন্ধ্যায় হয় হরিরাম কীর্তন।

দ্বিতীয় দিন ২৪ ঘন্টা হরিনাম সংকীর্তন হয়। খড়গপুর মহাকুমা হাসপাতালে রোগীদের ফল ও বিস্কুট বিতরণ করা হয় শেষ দিন গুরুপূজা ও গীতা পাঠ ইত্যাদি হয়। দুপুরে সহস্রাধিক ভক্তকে বসিয়ে খিচুড়ি ভোগ খাওয়ানো হয় । তারপর হয় ধর্মসভা। সন্ধ্যায় আরতি কীর্তন এরপর উৎসবের সমাপ্তি ঘোষনা করা হয়।

Latest