Skip to content

পশ্চিম মেদিনীপুর জেলা বাংলা পক্ষের উদ্যোগে খড়গপুর শহর বিধানসভা তে প্রতিবাদ সভা!

খড়গপুর বিভু কানুনগো : ৬ই মে পশ্চিম মেদিনীপুর জেলা বাংলা পক্ষের উদ্যোগে খড়গপুর শহর বিধানসভা তে প্রতিবাদ সভা আয়োজন করা হয়।
গুজরাট, মহারাষ্ট্রে, উড়িষ্যা সহ বিজেপি শাসিত রাজ্য গুলিতে বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর নির্মম অত্যাচারের বিরুদ্ধে মঙ্গলবার বিকেল ৫ টা সময় প্রায় ২.৫ কিলোমিটার গোল বাজার থেকে গিরিময়দান রেল স্টেশন পর্যন্ত পথযাত্রায় এক প্রতিবাদী মিছিল করা হয় । এই প্রতিবাদ সভাতে উপস্থিত ছিলেন শুভম কুন্ডু,আব্দুল লতিফ,সুভাষ ঘোষ,নির্মল পাল,অভিজিৎ ঘোষ,সন্দীপ সরকার,অশোক বড়াট প্রমুখ সদস্যগণ। মূল লক্ষ্য ছিল এই বাংলা ও ভারত যুক্তরাষ্ট্রের ভিন রাজ্যে , বাঙালি পরিযায়ী শ্রমিক দেখলেই সরাসরি "বাংলাদেশি " দাগিয়ে দেয়া ও বাংলা ভাষাকে অপমান,হেনস্থা,গালিগালজ,প্রচণ্ড মারধর,এমনকি বাধ্য করছে সেই রাজ্য ছাড়তে ।

কয়েকবছর ধরেই এমন চলছে । কিন্তু এখন অভিযোগ উঠেছে, ভিনরাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতন করা হচ্ছে। আর এগুলি করা হচ্ছে বেশিরভাগই বিজেপি শাসিত রাজ্যে। আর এসব যারা করছে সেসব দোষীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার। বাংলাপক্ষের স্পষ্ট দাবি যে: ১)অবিলম্বে বাঙালিকে বাংলাদেশী বলা , বাংলা জাতির অপমান ও পরিযায়ীদের আঘাত হানা বন্ধ ও চিহ্নিত ক্রিমিনালদের গ্রেপ্তারি । ২)উপরিউক্ত রাজ্য গুলোর সরকার , সমস্ত রাজনৈতিক দল ও জনগণকে সচেতন থেকে এই নির্মম নির্যাতন বাঙালির উপর বন্ধ করতে হবে । ৩)এই বাংলায় প্রায় ২ কোটি ভিন রাজ্যের লোক থাকে বা কাজ করে পরিবার চালায় , তারা এখানে থাকে ও শান্তিতে থাকে , সেই শান্তি ভিডিও বানিয়ে নিজি রাজ্যের ক্রিমিনালদের শান্তির বার্তা পৌঁছায় । ৪)এই কর্মসূচির আরেক গুরুত্বপূর্ণ দাবি দীর্ঘ ৭ বছর ধরে , পশ্চিম বঙ্গে আইনি ভূমিপুত্র সংরক্ষণ আইন অবিলম্বে চালু করতে হবে । এবার থেকে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বাংলার শ্রমিকদের অভিযোগ গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হোক।

Latest