খড়গপুর অপূর্ব মজুমদার : প্রতি বছর মত ৩রা ডিসেম্বর বিশ্বব্যাপী প্রতিবন্ধী বা বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের বিষয়গুলির প্রতি জনগণের দৃষ্টি আকর্ষণ করা এবং তাদের যথাযথ অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের জন্য প্রচেষ্টা চালানোর লক্ষ্যে জনসচেতনতা ছড়িয়ে দেওয়া হয়। দেশে বিদেশে সব জায়গায় আজকে প্রতিবন্ধী দিবস পালন হচ্ছে। এমন ই খড়গপুর শহরে খরিদায় যতীন মিত্র স্মৃতিরক্ষা কমিটি বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন করল। শহরের বেশ কিছু প্রান্তিক শ্রেণীর প্রতিবন্ধীদের নিয়ে আজকের অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে ৩০জন বিভিন্ন শ্রেণীর প্রতিবন্ধীদের ফুল ও কম্বল দেওয়া হয়েছে। এবং একজন প্রতিবন্ধীকে ট্রাইসাইকেল দেওয়া হয়। যতীন মিত্র স্মৃতিরক্ষা কমিটির পক্ষ থেকে অতীতে যেরকমভাবে তাদের পাশে ছিল।ভবিষ্যতে থাকার আশ্বাস দেওয়া হয়। সাহিত্যিক সুনীল মাজি প্রতিবন্ধী দিবসের তাৎপর্য ব্যখ্যা করেন। প্রফেসর তপন কুমার পাল বিশ্বের মধ্যে প্রতিবন্ধীরা খত এগিয়ে বিভিন্ন উদাহরণ দিয়ে আলোচনা করেন। যতীন মিত্র স্মৃতি রক্ষা কমিটির পক্ষ থেকে অনিল দাস বলেন এই প্রান্তিক শ্রেণীর প্রতিবন্ধীরা যাদের কাছে সরকার এখনো পৌছাতে পারেনি তাদের সমাজের মুল স্রোতে আনার জন্য বিভিন্ন রকম ট্রেনিং দিয়ে তাদের রোজগারের ব্যবস্থা করা উচিৎ। প্রতিবন্ধী ভাতা ১০০০/- বেশি করা দরকার। যেসমস্ত প্রতিবন্ধী দুস্থ পরিবার আছে, তাদের রেশনের দ্রব্য বেশি দেওয়া উচিত। অনিল দাস জানান প্রতিবন্ধীদের অবজ্ঞা নয় তাদের আপন করতে হবে।