Skip to content

খড়গপুর শহরের সাউথ সাইড ইউনিয়ন চার্চে পালিত হল মেরি ক্রিসমাস!

1 min read

অরিন্দম চক্রবর্তী: খড়গপুর শহরের জপে টাপুর এর লাভ, পিস, জয় এবং স্যাটিসফিকশন সংস্থার উদ্যোগে ২৭ নম্বর ওয়ার্ডের সাউথ সাইড ইউনিয়ন চার্চে আগাম মেরি ক্রিসমাস পালিত হল । চোখ বন্ধ করে যীশুকে স্মরণ ও"সংগীতে এক শুভ সংবাদ "গান দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এদিন খ্রীষ্টমাস উপলক্ষে ৭০ জন শিশুকে বিশেষ উপহার দেয়া হয়।

অনুষ্ঠানের মাঝে প্রভু যীশু ও মাতা মেরীকে স্মরণ করে দুটো মোমবাতি জ্বালানো হয়। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী দীপক কুমার দাশগুপ্ত, হিউম্যান রাইটসের অমিত মিশ্র, রাহুল শর্মা, আত্মজা ফাউন্ডেশন এর জয়া দাস সিংহ, সমাজসেবী তারকেশ্বর দুবে, গোপাল দণ্ড পাঠ ও আরো বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বহু সংস্থার সদস্য ও সদস্যারা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সংস্থার কর্ণধার কল্পনা জোসেফ।সবশেষে আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর, সবুজ ও শান্তিময় পৃথিবীর প্রার্থনা করেন তিনি । সবুজ গাছপালা, শিক্ষা ও সংস্কৃতি আগামী প্রজন্মকে মুক্ত আকাশ দিক । তারা বিশ্ব জয় করুক ।

Latest