Skip to content

খড়গপুর থানার ইন্সপেক্টর রাজীব কুমার পালকে পুলিশ ভবানী ভবনে বদলি!

নিজস্ব প্রতিবেদন : খড়গপুর টাউন থানার আইসি রাজীব পালকে ক্লোজ করল রাজ্য পুলিশ। শনিবার এই নির্দেশ দেওয়া হয়েছে পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশ সুপারকে। অবিলম্বে আইসি রাজীব পালকে ভবানীভবনে রিপোর্ট করতে বলা হয়েছে ।শনিবার দুপুরে এই নির্দেশ জারি করেন এডিজি (আইনশৃঙ্খলা)। নির্দেশে স্পষ্ট বলা হয়েছে, এ দিন রাত ১০টার মধ্যে তাঁকে ভবানীভবনে রিপোর্ট করতে হবে। আইসি যাতে এই নির্দেশ পালন করেন সে ব্যাপারে পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপার ধৃতিমান সরকারকেও বিষয়টি দেখতে বলা হয়।হঠাৎ কেন এই নির্দেশ, তা নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে বিভিন্ন মহলে। পুলিশের একটি সূত্রে জানা গিয়েছে, খড়্গপুর শহরের তৃণমূল নেতৃত্বের সঙ্গে বনিবনা হচ্ছিল না আইসি’র। অভিযোগ, তা নিয়ে নেতাদের মধ্যে ক্ষোভ জমছিল। তাঁরা বিষয়টি দলের জেলা ও রাজ্য নেতৃত্বকেও জানিয়েছিলেন। অন্য একটি সূত্রের খবর, খড়্গপুরের প্রোমোটারদের সঙ্গেও কিছু ক্ষেত্রে স্থানীয় পুলিশ মহলের মত পার্থক্য তৈরি হয়েছিল। ঠিক কি কারণে আইসি রাজীব পালকে ক্লোজ করা হলো সেই বিষয়ে জানা যায়নি।

Latest