খড়গপুর বিভু কানুনগো : খড়গপুর টাউন ট্রাফিক পুলিশের ব্যবস্থাপনায় ইন্দা সূর্য সেন মোড়ে জনগণের জন্য সড়ক নিরাপত্তা বিষয়ক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। স্কাউট গাইড ফেলোশিপ একটি রোড প্লে পরিবেশন করে। এর বিষয় ছিল গাড়ি চালানোর সময় সকলের হেলমেট ব্যবহার করা উচিত। ১৮ বছর বয়সের আগে গাড়ি চালানো উচিত নয়। রাস্তার সংকেত মেনে চলা উচিত। ট্রাফিক পুলিশের পক্ষে ছিলেন এসআই সঙ্গীত রায়, এএসআই কার্তিক পাতার, উত্তম মণ্ডল পিন্টু ভূঁইয়া এবং অন্যান্য ট্রাফিক পুলিশ কর্মীরা। ফেলোশিপের পক্ষে ছিলেন শ্যামল চক্রবর্তী, নূপুর রায়, মলি নন্দ, গোবিন্দ চক্রবর্তী, অতনু, শান্তনু, রাজেন্দ্র মালাকার।