খড়গপুর অরিন্দম চক্রবর্তী: খড়্গপুর ট্রাফিক রিক্রিয়েশন ক্লাবের পরিচালনায় বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতা২০২৫ অনুষ্ঠিত হলো খড়্গপুর ট্রাফিক মাঠে। ১৮ই জানুয়ারি থেকে ২০শে জানুয়ারি পর্যন্ত এই অনুষ্ঠান চলবে । সাংস্কৃতিক প্রতিযোগিতায় ছিল সংগীত, নৃত্য, আবৃত্তি এবং বসে আঁকো প্রতিযোগিতা। ১৮ই জানুয়ারি সংস্থার সাংস্কৃতিক বিভাগের অনুষ্ঠান এবং সন্ধ্যায় ছিল মহিলাদের দ্বারা পরিচালিত ক্ষ্যাপা ব্যান্ডের সংগীতা অনুষ্ঠান। ১৯ শেষ জানুয়ারি ছিল দোহার বাংলা ব্যান্ড এবং জয়তী চক্রবর্তীর একক অনুষ্ঠান। ২০শে জানুয়ারি সমাপ্তি দিনের অনুষ্ঠানে ছিল শিল্পী শুভমিতা এবং সারেগামাপা ও ইন্ডিয়ান আইডলের অনুষ্কা পাত্রের সঙ্গীতা অনুষ্ঠান। প্রসঙ্গত খড়্গপুর ট্রাফিক রিক্রিয়েশন ক্লাব স্থাপিত হয় ১৯৫২ সালে। ক্লাবের বর্তমান সম্পাদক অসীম ভট্টাচার্য ও সভাপতি ডাঃ অনুপ মল্লিক।