অপূর্ব মজুমদার : প্রতিবছরের ন্যায় এবছরও অনেক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ঝড় ও বৃষ্টিকে উপেক্ষা করে খড়গপুর রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ২১শে মার্চ আন্তর্জাতিক কবিতা দিবস উপলক্ষে খড়গপুর ট্রাফিক হাই স্কুল প্রাঙ্গনে অনেক জাঁকজমকপূর্ণ ভাবে কবিতা উৎসব ও সাংস্কৃতিক সন্ধ্যা। অনুষ্ঠানের স্বাগত ভাষণ দেন খড়গপুর রিপোর্টার্স ক্লাবের সম্পাদক গুলাম আশিক। প্রতিবছরের মতো এদিন মঞ্চে সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিদের নানা সম্মানে ভূষিত করা হয় তাদের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী শ্রীকান্ত মাহাত,ইন্ডিয়ান এয়ার ফোর্স কলাইকুন্ডার মেজর তথা স্টেশন মাস্টার ও ওয়ারেন্ট অফিসার সুরিন্দর সিং,বিশিষ্ট সমাজসেবী ডা: দীপক কুমার দাশগুপ্ত,কলাইকুন্ডার শিক্ষিকা সুখবিন্দর কাউর ,খড়গপুর বিভাগের ডিভিশনাল কমান্ডার তথা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত অসীম নাথ, রঞ্জিত ভাদুড়ি,অধ্যাপক জাহির চৌধুরী,তাপস কুমার মাইতি,কল্পনা যোসেফ,প্রধান শিক্ষক মোহাম্মদ আসাদ আনসারী,শম্ভু পাল,শিক্ষিকা কবিতা পোদ্দার,গোপাল দণ্ডপাট, অমিত দেব সহ বিশিষ্টজনেরা। প্রতিবছরের মত এবছরও ৫৮ জন দুঃস্থদের হাতে পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার কিট্ তুলে দেওয়া হয়।