Skip to content

আগামী বছরের শুরুতেই ভারতে "kho-kho" বিশ্বকাপ, ব্র্যান্ড অ্যাম্বাসাডর সলমন!

নিজস্ব সংবাদাতা : ক্রিকেট-ফুটবল এই খেলা গুলির বিশ্বকাপ নিয়ে অধীর আগ্রহে বসে থাকে সমগ্র বিশ্ব ক্রীড়া প্রেমীগণ। কিন্তু এবার ভারতে হতে চলেছে আর এক জনপ্রিয় খেলার বিশ্বকাপ। দিল্লির ইন্দিরা গান্ধী ইন্ডোর স্টেডিয়াম ও নয়ডা ইন্ডোর স্টেডিয়ামে ১৩ জানুয়ারি শুরু হচ্ছে খো-খো বিশ্বকাপ। বিশ্বকাপে ছেলেদের বিভাগে অংশ নিচ্ছে ২১টা দেশ। মেয়েদের বিভাগে থাকছে ২০টা দেশ। গ্রুপ লিগের ম্যাচ হবে ১৪, ১৫ ও ১৬ জানুয়ারি। কোয়ার্টার ফাইনাল ১৭ জানুয়ারি। ১৮ জানুয়ারি সেমিফাইনাল। ফাইনাল ম্যাচ হবে ১৯ জানুয়ারি। খোখো বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হচ্ছেন জনপ্রিয় অভিনেতা সলমন খান। অভিনেতা সলমন বলেছেন,"প্রথম খোখো বিশ্বকাপের সঙ্গে জুড়ে যেতে পেরে ভালো লাগছে। এটা শুধু একটা টুর্নামেন্ট নয়, ভারতের ঐতিহ্য ও শক্তি তুলে ধরার মঞ্চ। আমি, আমরা সবাই জীবনে কখনও না কখনও খোখো খেলেছি। এই খেলাতে ভরপুর রোমাঞ্চ। যে কারণে আন্তর্জাতিক মহলেরও নজর কেড়ে নিয়েছে। চলুন সবাই মিলে খোখো বিশ্বকাপ সেলিব্রেট করি।" বলতে গেলে নতুন বছরের শুরুতেই খো-খো জ্বরে কাবু হতে চলেছে ভারত তথা সমগ্র বিশ্ব।

Latest