Skip to content

খোদ বলিউডের শুটিং হতে চলেছে জঙ্গলমহল অধ্যুষিত মেদিনীপুর শহরে!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : এবার আর ছোট ছোট শর্ট ফিল্ম বা বাংলা নয় খোদ বলিউডের শুটিং হতে চলেছে জঙ্গলমহল অধ্যুষিত মেদিনীপুর শহরে। আর তা নিয়েই এইদিন সাংবাদিক বৈঠক করলেন মুম্বাইয়ের ডিরেক্টর প্রডিউসার আমজাদ খান। প্রসঙ্গত মেদিনীপুরের নদীর পাড় রেল ব্রিজ অনিকেত এবং বনেদী বাড়ি উপর শুটিং করে এবার বলিউডের সিনেমা হতে চলেছে। কুড়ি কোটি টাকা প্রজেক্টের এই সিনেমায় স্থান পাবে মেদিনীপুরের বিভিন্ন জায়গা। এই সিনেমায় স্থান পেতে পারে বিভিন্ন বনেদের বাড়ির এবং জমিদার বাড়ির পুরনো বাড়ি সমূহ। তাহলে নতুন করে উত্তেজনা তৈরি হচ্ছে মেদিনীপুরে। সূত্র অনুযায়ী ডিসেম্বর মাসের মাঝ বরাবর এই শুটিং শুরু হবে। এই শুটিং করতে আসছেন বলিউডের তাবড় তাবড় অভিনেতা অভিনেত্রী এবং দুর্ধর্ষ একশন করা ভিলেনরা। এছাড়াও থাকছে টলিউডের এক ঝাঁক তারকা খচিত নায়ক নায়িকারা। প্রায় কুড়ি কোটি টাকার এই সিনেমার নাম দেওয়া হয়েছে নির্দল। বার্তা হিসেবে তুলে ধরা হয়েছে "তুম মুঝে ভোট দো,মেরা তুমকো নোট দুঙ্গা"এ বিষয়ে মুম্বাইয়ের প্রথিতযশা ডিরেক্টর প্রডিউসার আমজাদ খান বলেন বহু জায়গায় শুটিং হয়েছে এবার বিপ্লবী শহর মেদিনীপুরে শুটিং হবে। এই সিনেমা এক অন্যরকম নজর কাড়বে গোটা দেশের। এই সিনেমায় অংশগ্রহণ করতে থাকবে বলিউডের বিখ্যাত তারকারা দুর্ধর্ষ অ্যাকশনে ভরপুর হওয়া ভিলেনরা। বাংলা সিনেমা থেকেও থাকছে বড় বড় অভিনেতা অভিনেত্রীরা।

Latest