Skip to content

খড়গপুর স্টেশন এ জিআরপি প্রায় ৬৩ কেজি মাদক-দ্ৰৰ উদ্ধার করলো!

1 min read

পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : শনিবার সকালে ওড়িশার জগদলপুর থেকে ছেড়ে আসা হাওড়াগামী সমলেশ্বরী এক্সপ্রেস খড়গপুর স্টেশনে দাঁড়ানো মাত্রই খড়গপুর জিআরপি-র তরফে অভিযান চালানো হয়। সেই অভিযানেই প্রায় ৬৩ কেজি মাদক-দ্ৰৰ উদ্ধার করে রেল পুলিশ। গ্রেফতার করা হয়- সোনামণি লামা, বাদশা শেখ, শচীন মণ্ডল এবং কাজী মমতাজকে। ধৃত চারজনই পূর্ব বর্ধমানের বাসিন্দা বলে জানা গেছে। তারা অন্তরাজ্য গাঁজা পাচারচক্রের সঙ্গে যুক্ত বলে পুলিশের ধারণা। ওড়িশা থেকে গাঁজা নিয়ে গিয়ে হাওড়া বা কলকাতার কোথাও পাচার করার উদ্দেশ্য ছিল বলেও রেল পুলিশের অনুমান।গোপন সূত্রে খবর পেয়ে ডাউন সমলেশ্বরী এক্সপ্রেসে (18006) অভিযান চালিয়ে চক্ষু চড়ক গাছ রেল পুলিশেরই! প্যাকেটের পর প্যাকেট ভর্তি গাঁজা! আর তা আগলে রেখেছে ১ মহিলা সহ ৪ আন্তরাজ্য পাচারকারী।শনিবার দুপুরে ধৃত চারজনকেই খড়গপুর মহকুমা আদালতে তুলে নিজেদের হেফাজতে নিয়েছে রেল পুলিশ।

Latest