Skip to content

খড়্গপুরের গ্রিফিন্স ইন্টারন্যাশনাল বিদ্যালয়ে বার্ষিক অনুষ্ঠান পালিত হল!

নিজস্ব প্রতিবেদন : খড়্গপুরের গ্রিফিন্স ইন্টারন্যাশনাল বিদ্যালয়ে ১ডিসেম্বর ২০২৩ শিক্ষার্থীদের সীমাহীন প্রতিভা এবং শিক্ষকদের নিখুঁত সংকল্প এবং দৃঢ়তা প্রদর্শন করে তাদের বিদ্যালয় ক্যাম্পাসে সপ্তম বার্ষিক অনুষ্ঠান সফলভাবে উদযাপন হলো।বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের সঞ্চালনার সোপানে স্বাগত জানায়, প্রধান অতিথি অধ্যাপক সুশান্ত কুমার চক্রবর্তী,উপাচার্য বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ; সম্মানীয় অতিথি অধ্যাপক অমিত পাত্র ডেপুটি ডিরেক্টর আইআইটি খড়গপুর; বিদ্যালয়ের সভাপতি শ্রী অভিষেক কুমার যাদব, অন্যান্য সুধীবৃন্দ এবং শ্রোতাগণ সন্ধ্যার প্রথম সুরে শিক্ষার্থীদের দ্বারা পরিবেশিত গণেশ বন্দনার নৃত্যে মন্ত্রমুগ্ধ হয়ে পড়ে। বিদ্যালয়ের অধ্যক্ষা শ্রীমতি রেনু আনেজা উপস্থিত গুণীজনের সম্মুখে চিত্তাকর্ষক বার্ষিক প্রতিবেদন বিশেষ করে মেধাবী শিক্ষার্থীদের এবং বিদ্যালয়ের সাফল্যের আখ্যান তুলে ধরেন যা বিদ্যালয়ের দৃষ্টিভঙ্গিটিকেই প্রতিফলিত করে।প্রধান অতিথি অধ্যাপক সুশান্ত কুমার চক্রবর্তী ছোট ছোট শিশুদের অভিনয়ের প্রশংসা করেন এবং আগামীদিনে তাদের সাফল্য কামনা করেন।সম্মানীয় অতিথি শ্রী অমিত পাত্র তাঁর বক্তব্যে সমৃদ্ধ ভারতীয় শিল্পকর্মের কথা তুলে ধরেন, বিশেষ করে সাহিত্যকে সর্বব্যাপী করার লক্ষ্যে যে আমাদের আরও সচেষ্ট হতে হবে তাও স্মরণ করান। ভারতীয় সংস্কৃতির প্রচারে বিদ্যালয়ের অনলস প্রচেষ্টাকে কুর্নিশ জানান।পরবর্তীতে বিদ্যালয়ের সভাপতি শ্রী অভিষেক কুমার যাদব সম্মানীয় অতিথি, শিক্ষার্থী ও শিক্ষকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন এবং দলের কঠোর পরিশ্রমের প্রশংসা করে জোর দেন ভবিষ্যৎ পরিকল্পনার উপর। উন্নত এবং আধুনিক শিক্ষা দানের জন্যই যে এই প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান তাও তাঁর বক্তব্যে উঠে আসে।তিনি ২ ডিসেম্বর ২০২৩-এ অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় দিনের জন্য পিতামাতা এবং অতিথিদের আন্তরিকভাবে আমন্ত্রণ জানান- যেখানে অনুষ্ঠানের মূল বিষয় হল, নবরস। শিক্ষার্থীরা বিভিন্ন শিল্পের মাধ্যমে সেই নয়টি আবেগকে প্রদর্শন করবে উপস্থিত দর্শকের সামনে।এই অনুষ্ঠানে, একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড, কালচারাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড, এক্সিলেন্স ইন স্পোর্টস অ্যাওয়ার্ড এবং ১০০% অ্যাটেনডেন্স অ্যাওয়ার্ড নামে তিনটি বিভাগে মোট ৩৯ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। বিশেষভাবে উল্লেখ করতে হয় চতুর্থ শ্রেণির সৌরকণা রায়, তৃতীয় শ্রেণির শীষ হালদার, তৃতীয় শ্রেণির উরজা সামন্ত, তাদের অভাবনীয় সাফল্যের জন্য । কেবল শিক্ষায় নয়, সহপাঠ্যক্রমিক কার্যক্রমেও তারা সমানভাবে সাবলীল।প্রথম দিনের অনুষ্ঠানের বিষয় ছিল 'প্রাণবন্ত পৃথিবী'। প্রতিভাবান শিশুরা তাদের অভিনয়ের মাধ্যমে এই বার্তাটি বেশ ভালভাবেই মঞ্চস্থ করে - যার মূল সুর কেবল পৃথিবীর ইতিহাস বলা নয় সুরক্ষার মহৎ দায়িত্বের কথাও স্মরণ করায়।
ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগেও আমাদের নিশ্চিত করতে হবে যে পৃথিবী আগামী প্রজন্মের জন্য একটি অতিথিপরায়ণ এবং সমৃদ্ধ গ্রহ হিসেবে চিহ্নিত হবে।

Latest