Skip to content

কলকাতায় শুরু হলো ১১তম বাংলাদেশ বইমেলা!

নিজস্ব প্রতিবেদন : কলকাতার কলেজ স্কোয়ার প্রাঙ্গণে বাংলাদেশ বইমেলা- ২০২৩ শুরু হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে ১১তম বাংলাদেশ বইমেলার উদ্বোধন হয়, যা চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত।এবার মেলার আয়োজন করেছে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন, বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরো এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের বিদ্যালয় ও উচ্চশিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকাশক ও লেখক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায়, সুধাংশু শেখর দে, বাংলাদেশের উপ-হাইকমিশনার আন্দালিব ইলিয়াস, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল সমিতির সহসভাপতি মাজহারুল ইসলাম প্রমুখ।প্রতিদিন দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত এই মেলা চলবে। ১০ দিনের এই মেলায় বাংলাদেশের ৬৫টি শীর্ষস্থানীয় প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। সেগুলোর মধ্যে অন্যতম হলো অন্বেষা প্রকাশন, আহমেদ পাবলিশিং হাউজ, মাওলা ব্রাদার্স, অনিন্দ্য প্রকাশ, নালন্দা, বাতিঘর, উজান, কথাপ্রকাশ, মাওলা ব্রাদার্স, দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড, কাকলী প্রকাশনী।

Latest