নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড সারদাময়ী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৮০তম বর্ষের প্লাটিনাম জয়ন্তী উৎসব উপলক্ষে চারদিনের যে নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল গত ১৯ আগস্ট সেই খেলা শুরু হয়। শুক্রবার শেষ চূড়ান্ত পর্যায়ে সেমিফাইনাল, ফাইনাল অনুষ্ঠিত হয়।

সেরা খেলোয়াড় হয়েছেন সারদাময়ী হাই স্কুলের লুলু হাঁসদা, সেরা গোলকিপার হয়েছে রসকুন্ডু হাইস্কুলের সাকির আলী।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গরবেতা ৩ নং ব্লক আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য, পঞ্চায়েত সমিতির সভাপতি চিন্ময় সাহা, কর্মাধ্যক্ষ দোলন হাজরা। এছাড়াও ছিলেন স্কুল পরিচালন কমিটির সভাপতি রামচন্দ্র পাল, উৎসব কমিটির সম্পাদক বিশ্বজিৎ মাল, প্রবীণ শিক্ষক বিমল চন্দ্র রায়।

এছাড়াও অন্যান্য প্রাক্তন ছাত্ররা।এই চার দিনের খেলায় মোট ৩২টি স্কুলের ফুটবল দল অংশগ্রহণ করে। প্রথম সেমিফাইনাল খেলা হয় রসকুণ্ড স্কুল বনাম সীতানাথ পুর স্কুল ফুটবল দলের মধ্যে। দ্বিতীয় সেমি ফাইনাল খেলা হয় আধারনয়ণ স্কুল বনাম নয়াবসত পার্বতীময়ী শিক্ষা নিকেতনের। এইদিন ফাইনাল খেলা হয় রসকুণ্ডু স্কুল বনাম নয়াবসত স্কুলের মধ্যে। নয়াবসত স্কুল এক শূন্য গোলে জয়ী হয়।