নিজস্ব সংবাদদাতা : মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে স্বর - আবৃত্তি, মেদিনীপুর ও কলাভৃৎ এর আয়োজনে কবি প্রণাম অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। দুই সংস্থার দুই শতাধিক ছাত্র-ছাত্রী এতে অংশগ্রহণ করেছে। রবীন্দ্র নজরুল নৃত্য,একক ও দ্বৈত কবিতার সমাহারে সেজে উঠেছিল অনুষ্ঠান। প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠানের শুভারম্ভ করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপক তারকনাথ সাহু, নিবেদিতা ভট্টাচার্য ও সহকারী বিদ্যালয় পরিদর্শক সৌমেন ঘোষ মহাশয়। আবৃত্তির কোলাজ "ছোটদের নজরুল" "রবি ঠাকুরের মা "ও "অন্য রবীন্দ্রনাথ "সকলে নজর কাড়ে। ক্ষুদে শিল্পীদের নানা অনুষ্ঠান সকলের মন ছুঁয়ে যায়। প্রসঙ্গত কিছুদিন আগে স্বর আবৃত্তির উদ্যোগে কবি প্রণামের উদ্দেশ্যে বৃক্ষরোপণ করে সংস্থার সকল ছাত্র-ছাত্রীরা। প্রায় একশোর কাছাকাছি গাছ লাগায় ছাত্রছাত্রীরা। স্বর -আবৃত্তির কর্ণধার শুভদীপ বসু জানান "আমাদের ছাত্রছাত্রীরা কবি প্রণাম এর উদ্দেশ্যে প্রত্যেকেই একটি গাছকে বড় করার সংকল্প নিয়েছে ।কেউ থাকে ব্যাঙ্গালোরে, কেউ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। ৫ থেকে ৭৫ এর সদস্য সদস্যরা গাছ লাগিয়ে পরিবেশকে শুভ্র রাখার সংকল্প নিয়েছে।"অনুষ্ঠানে বৃক্ষরোপণ ও আবৃত্তির ওপর নানা পুরস্কার তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের হাতে। পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত শিক্ষক নির্মলেন্দু দে মহাশয়, নাট্যকর্মী দীপক বসু। কলাভৃৎ এর কর্ণধার অজয় সাহু বলেন," দুই সংস্থার উদ্যোগে একটি মনোরম সাংস্কৃতিক সন্ধ্যা উপহার দিতে পেরে আমরা খুশি। "অনুষ্ঠানে পলি পাহাড়ি ,শিলা মহাপাত্র শিবানী পাল, সুপর্ণা ব্যানার্জি, সুপর্ণা কোলের গীতাঞ্জলির নির্বাচিত কবিতা অন্য স্বাদ এনে দেয়। অনুষ্ঠানে সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন দীপা বসু ও মনীষা বসু।