নিজস্ব সংবাদদাতা : দেশে দৈনিক ২২০০টি উড়ান পরিচালনা করে ইন্ডিগো। এই আবহে দেশের বৃহত্তম এয়ারলাইনের উড়ান বাতিলের জেড়ে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে বিমানবন্দরগুলিতে, ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। রোষের মুখে পড়ছেন উড়ান সংস্থার কর্মীরা । এর আগে বৃহস্পতিবার রেকর্ড ৫৫০-র বেশি ফ্লাইট বাতিল হয়েছিল দেশজুড়ে। ৭ই ডিসেম্বর রবিবার কলকাতা বিমানবন্দর থেকেই ইন্ডিগোর ৫৩টি বিমানের উড়ান বাতিল হয়েছে।ইন্ডিগো বিভ্রাটে দেশ জুড়ে বিমানবন্দরগুলিতেও ফুটে উঠেছে নানা ছবি। গত কয়েকদিনের ক্রমাগত গলোযোগে, ভিড় বিমানবন্দরগুলিতে।

কোথাও ক্ষোভ যাত্রীদের। কোথাও অসহায় বাবা মেয়ের জন্য আতর আর্জি জানিয়েছেন, কোথাও বিয়ের বোউভাগে পৌঁছতেই পারেননি নবদম্পতি, কোথাও আবার গরবা করছেন একদল যুবক। কেউ গিটার বের করে গান ধরেছেন গলা খুলে। এই আবহে দেশের বৃহত্তম এয়ারলাইনের উড়ান বাতিলের জেড়ে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে বিমানবন্দরগুলিতে, ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। রোষের মুখে পড়ছেন উড়ান সংস্থার কর্মীরা।