Skip to content

"Kolkata International Micro Film Festival(KIMFF-V)" থেকে জয়দেব বেরা পেলেন "Anu Chhobi Zuri Award-2024"!

1 min read

পূর্ব মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন : গত ১৫ই জানুয়ারি কলকাতার মৌলালী যুব কেন্দ্র হলে "পঞ্চম কলকাতা আন্তর্জাতিক অণুছবি চলচ্চিত্র উৎসব (KIMFF)"-এর পক্ষ থেকে অন্যান্য সফল অভিনেতা-অভিনেত্রী, চিত্রপরিচালক ও গল্পকারদের পাশাপাশি পূর্ব মেদিনীপুরের তরুণ কবি ও বই লেখক জয়দেব বেরাকে তাঁর অণু চলচ্চিত্র(Short Film) উপযোগী "পূজারিণী" গল্পের জন্য "Anu Chhobi Zuri Award-2024" প্রদান করা হয়েছে।এই ফিল্ম স্টোরিটি প্রকাশিত হয়েছে "চব্বিশের বায়োস্কোপ"-নামক চলচ্চিত্র সংকলনের বইটিতে।এই নিয়ে তিনি দ্বিতীয়বার KIMFF থেকে অ্যাওয়ার্ড পেলেন।এই অভিনব প্রতিভাদীপ্ত ও গৌরবময় সম্মান প্রদানের জন্য জয়দেব বেরা মহাশয় Kolkata International Micro Film Festival(KIMFF)-এর সমস্ত কর্মকর্তাদেরকে এবং বিশেষ করে এই ফেস্টিভ্যালের চেয়ারপারসন সম্মানীয় নীলাঞ্জন ভৌমিক মহাশয় কে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন।তিনি বলেছেন,KIMFF এই ভাবেই সর্বদা নিজের ছন্দে এগিয়ে চলুক।অণু চলচ্চিত্রের জয় হোক।

Latest