পূর্ব মেদিনীপুর নিজস্ব প্রতিবেদন : গত ১৫ই জানুয়ারি কলকাতার মৌলালী যুব কেন্দ্র হলে "পঞ্চম কলকাতা আন্তর্জাতিক অণুছবি চলচ্চিত্র উৎসব (KIMFF)"-এর পক্ষ থেকে অন্যান্য সফল অভিনেতা-অভিনেত্রী, চিত্রপরিচালক ও গল্পকারদের পাশাপাশি পূর্ব মেদিনীপুরের তরুণ কবি ও বই লেখক জয়দেব বেরাকে তাঁর অণু চলচ্চিত্র(Short Film) উপযোগী "পূজারিণী" গল্পের জন্য "Anu Chhobi Zuri Award-2024" প্রদান করা হয়েছে।এই ফিল্ম স্টোরিটি প্রকাশিত হয়েছে "চব্বিশের বায়োস্কোপ"-নামক চলচ্চিত্র সংকলনের বইটিতে।এই নিয়ে তিনি দ্বিতীয়বার KIMFF থেকে অ্যাওয়ার্ড পেলেন।এই অভিনব প্রতিভাদীপ্ত ও গৌরবময় সম্মান প্রদানের জন্য জয়দেব বেরা মহাশয় Kolkata International Micro Film Festival(KIMFF)-এর সমস্ত কর্মকর্তাদেরকে এবং বিশেষ করে এই ফেস্টিভ্যালের চেয়ারপারসন সম্মানীয় নীলাঞ্জন ভৌমিক মহাশয় কে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন।তিনি বলেছেন,KIMFF এই ভাবেই সর্বদা নিজের ছন্দে এগিয়ে চলুক।অণু চলচ্চিত্রের জয় হোক।
"Kolkata International Micro Film Festival(KIMFF-V)" থেকে জয়দেব বেরা পেলেন "Anu Chhobi Zuri Award-2024"!
