Skip to content

শালবনীতে কয়েক হাজার কোটি বিনিয়োগের ঘোষণা জিন্দলদের!

1 min read

নিজস্ব সংবাদদাতা: বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনে জিন্দলদের ঘোষণায় বাড়ছে সম্ভাবনা। পশ্চিম মেদিনীপুর শালবনীতে ‘পাওয়ার প্লান্ট’ বা বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করার কথা ঘোষণা করেছেন সজ্জন জিন্দল। প্রায় ৬,০০০ কোটি টাকা বিনিয়োগ করার কথাও ঘোষণা করা হয়েছে। আর তাতেই আশা দেখছেন এলাকার মানুষজন। পশ্চিম মেদিনীপুর শালবনিতে ১৬ হাজার কোটি টাকা বিনিয়োগ করে ইস্পাত কারখানার বদলে ৮০০ মেগা ওয়াটের দু’টি পাওয়ার প্ল্যান্ট তৈরি করার আশ্বাস দিয়েছেন তিনি। পরে আরও ১৬ হাজার কোটি লগ্নি করে ক্যাপাসিটি দ্বিগুণ করার ঘোষণা। শালবনিতে আদৌ গড়ে উঠবে পাওয়ার প্ল্যান্ট? ফের আশায় বুক বাঁধা শুরু করেছেন শালবনির জমিদাতারা। কারণ, তাঁদের আশা পাওয়ার প্ল্যান্ট তৈরি হলে তাঁদের কর্মসংস্থান হবে।

Latest