Skip to content

অলিম্পিক্সে ইতিহাস গড়ে পদকের লক্ষ্যে অবিচল লক্ষ্য সেনের!

নিজস্ব সংবাদদাতা : ভারতের পুরো ব্যাডমিন্টন দল যখন প্যারিসে এসে পৌঁছেছিল, তখন যাঁদের থেকে মেডেল জয়ের সবথেকে বেশি আশা ছিল, সেই তালিকায় নিঃসন্দেহে লক্ষ্য সেন ছিলেন না। বরং পদক জয়ের ক্ষেত্রে তাঁর ‘আউটসাইড চান্স’ আছে বলে মনে করছিলেন অনেকে। সেখান থেকে প্রথম ভারতীয় পুরুষ হিসেবে অলিম্পিক্সের সেমিফাইনালে পৌঁছালেন লক্ষ্য। তাঁর সামনে আছে ঐতিহাসিক মেডেল জয়ের সুযোগ।বরং ভারতীয় তারকা জানান, সেমিফাইনাল থেকেই আসল লড়াই শুরু হচ্ছে। কারণ সেমিতে জিতলে পদক নিশ্চিত হয়ে যাবে। সেই রেশ ধরেই লক্ষ্য বলেন, 'এখনও অনেক কাজ বাকি আছে। এখন থেকে আসল পরীক্ষা শুরু হচ্ছে। ফিরে গিয়ে রিকভারির পরে আগামী ম্যাচের জন্য তৈরি হতে হবে। নিজের ১০০ শতাংশ উজাড় করে দিতে হবে।

 গতবছর সিঙ্গাপুর ওপেনে চাউ তিয়েন চেনের কাছে হেরে গিয়েছিলেন লক্ষ্য। এদিন ভারতের ব্যাডমিন্টন তারকার কাছে বদলার ম্যাচ ছিল। শেষমেষ নিলেন প্রতিশোধ। প্রথম ভারতীয় পুরুষ শাটলার হিসেবে অলিম্পিক্স সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছলেন ২২ বছরের তারকা। ৭৫ মিনিটের লড়াই শেষে জয় ছিনিয়ে নেন তিনি।

Latest