Skip to content

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল বাসুদেবপুর গ্রামে বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়,সাহায্যের হাত বাড়িয়ে দিল ঘাটাল শাখার ভারতীয় রেডক্রশ সোসাইটি!

নিজস্ব সংবাদদাতা : গত মঙ্গলবার ১৩ই মে রাতে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল দাসপুর ব্লকের বাসুদেবপুর গ্রামের বাসিন্দা মনোজ রায়ের বাড়ির পাশে একটি বিয়েবাড়ির অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠানের আনন্দ হঠাৎ আতঙ্কে পরিণত হল।বিয়েবাড়িতে আতশবাজি ফাটানোর সময় বাজির ফুলকি এসে পড়ে মনোজ রায়ের বাড়ি চালে। তাতেই ঘটে বিপত্তি। মুহূর্তের মধ্যে দাউদাউ করে আগুন জ্বলে মাটির বাড়ির খড়ের চালে। শনিবার ১৭ই মে ভারতীয় রেডক্রশ সোসাইটির সম্পাদক ও গান্ধি মিশনের সম্পাদক নারায়ণ ভট্টাচার্য (নারায়ণ ভাই) , ভারতীয় রেডক্রশ সোসাইটির ঘাটাল শাখার রিলিফ ইনচার্জ শুভদীপ সিংহ রায় ,দাসপুর ব্লকের বাসদেবপুর গ্রামের বাসিন্দা মনোজ রায়কে ও ওনার সাথে আরো তিনটি পরিবারকে ত্রিপল প্রদান করেন এবং অসহায় দুর্গত মানুষজনের পাশে থাকার বার্তা দেন ভারতীয় রেডক্রশ সোসাইটির সম্পাদক ও গান্ধি মিশনের সম্পাদক নারায়ণ ভট্টাচার্য (নারায়ণ ভাই) ।

Latest

পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর অর্জুনী পল্লী উন্নয়নী জ্ঞান মন্দির উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বিনামূল্যের চক্ষু পরীক্ষা শিবির  কর্মসূচী!