Skip to content

শামির পর লক্ষ্মীরতন শুক্ল— SIR ‘নোটিসে’ ফের তারকা ক্রিকেটার, তোলপাড় ক্রীড়া-মহল

1 min read

নিজস্ব সংবাদদাতা : মহম্মদ শামির পর এবার এসআইআর-এর কোপে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্ল। সূত্রের খবর, ভোটার তালিকা সংক্রান্ত শুনানিতে তলব করা হয়েছে বাংলার বর্তমান হেড কোচ ও প্রাক্তন বঙ্গ অধিনায়ক লক্ষ্মীরতন শুক্লকে। জানা যাচ্ছে, ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম না থাকায় এই তলব।

নির্বাচন কমিশনের সূত্র অনুযায়ী, ২০০২ সালের ভোটার লিস্টে লক্ষ্মীরতনের নামের কোনও নথি পাওয়া যায়নি। শুধু তাই নয়, ওই তালিকায় তাঁর বাবা উমেশ শুক্লর নামও অনুপস্থিত। এই তথ্যের ভিত্তিতেই এসআইআর শুনানিতে হাজিরা দিতে বলা হয়েছে প্রাক্তন ভারতীয় অলরাউন্ডারকে। মঙ্গলবার বা বুধবার তাঁকে শুনানিতে উপস্থিত থাকতে বলা হয়েছে বলে জানা গিয়েছে। লক্ষ্মীরতন নিজেই জানিয়েছেন, তিনি নির্ধারিত দিনেই এসআইআর শুনানিতে হাজিরা দেবেন।

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্ল।

সূত্রের আরও দাবি, লক্ষ্মীরতন শুক্ল উত্তর হাওড়ার হিন্দি হাই স্কুল কেন্দ্রের ভোটার হলেও ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর নাম ওঠেনি। রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য, বাম জমানায় ভোট সন্ত্রাস ও প্রশাসনিক গাফিলতির জেরেই লক্ষ্মীরতনের বাবার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছিল। সেখান থেকেই বর্তমান জটিলতার সূত্রপাত।

উল্লেখযোগ্যভাবে, লক্ষ্মীরতন শুক্ল শুধুমাত্র প্রাক্তন আন্তর্জাতিক ক্রিকেটারই নন, একসময় পশ্চিমবঙ্গ সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্বও সামলেছেন। এমন একজন পরিচিত মুখকে এসআইআর শুনানিতে ডাকা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে।

এর আগেই একই ইস্যুতে এসআইআর শুনানিতে তলব করা হয়েছিল ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামিকে। বর্তমানে তিনি কলকাতা পুরসভার ৯৩ নম্বর ওয়ার্ডের ভোটার এবং রাসবিহারী বিধানসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত। যদিও গত সোমবার বাংলার হয়ে বিজয় হাজারে ট্রফি খেলায় ব্যস্ত থাকায় তিনি শুনানিতে হাজির থাকতে পারেননি। জানা গিয়েছে, আগামী বুধবার শামি শুনানিতে উপস্থিত থাকবেন।

এই ইস্যুতে সরব হয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি প্রশ্ন তুলেছেন, “দেশের মুখ উজ্জ্বল করা ক্রিকেটার মহম্মদ শামিকে নোটিস পাঠানো হচ্ছে—এটা কি নিছক প্রশাসনিক কাজ, না এর পেছনে অন্য কোনও উদ্দেশ্য রয়েছে?” নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, বিশ্বকাপজয়ী ক্রিকেটার মহম্মদ শামি, বিশিষ্ট কবি জয় গোস্বামীকে শুনানির নোটিস পাঠানোকে কমিশনের অমানবিক, অসংবেদনশীল পদক্ষেপ হিসেবে দেখছেন মুখ্যমন্ত্রী।

Latest