Skip to content

লড়াই করেও হার!

নিজস্ব প্রতিবেদন : ইডেন গার্ডেন্সে অত্যন্ত লাকি মাঠ দক্ষিণ আফ্রিকার জন্য। কিন্তু সেই মাঠেও প্রোটিয়াদের বিশ্বকাপ ভাগ্য পালটাল না। ২০২৩ সালের বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে হেরে গেল দক্ষিণ আফ্রিকা। ফলে বিশ্বকাপ জয়ের স্বপ্ন তো অধরা থাকলই। সেইসঙ্গে বিশ্বকাপে ফাইনালেও উঠতে পারল না একবার। দক্ষিণ আফ্রিকাকে তিন উইকেটে হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে ২১২ রানে অল-আউট হয়ে যান প্রোটিয়ারা। জবাবে ৪৭.২ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেন অজিরা। সেইসঙ্গে বিশ্বকাপের ফাইনালে উঠে যায় অস্ট্রেলিয়া ।

Latest

পাঁশকুড়া থানার গোঁসাইবেড়ে চিপস চুরির অপবাদের ঘটনায় সপ্তম শ্রেণীর ছাত্রের মর্মান্তিক মৃত্যুর সাথে জড়িত সমস্ত দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে জেলা পুলিশ সুপারকে স্মারকলিপি!