Skip to content

রাজ্যজুড়ে খুন, ধর্ষণ,হামলা,নারী নির্যাতন ও থ্রেট কালচারের বিরুদ্ধে মেদিনীপুরে বামপন্থী গণসংগঠন গুলির প্রতিবাদ মিছিল!

নিজস্ব প্রতিবেদক,পশ্চিম মেদিনীপুর: আর জি করে চিকিৎসকে ধর্ষণ করে খুন, কালীগঞ্জ উপনির্বাচনের জয়ের পর তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আঘাতে তামান্না খাতুনের মৃত্যু, দক্ষিণ কলকাতা ল কলেজে ছাত্রী গনধর্ষন সহ রাজ্যজুড়ে নারী নিগ্রহ,হামলা, থ্রেট কালচারের বিরুদ্ধে এবং সমস্ত ক্ষেত্রের দোষীদের কঠোর শাস্তির দাবিতে বুধবার বিকেলে মেদিনীপুর শহরে মিছিল করলো বামপন্থী গণসংগঠন গুলি। আর তাতে যোগ দিলেন নাগরিক সমাজের প্রতিনিধিরাও। এদিনের মিছিলের আহ্বান জানিয়েছিল এস এফ আই, ডি ওয়াই এফ আই, এবিটিএ, গণতান্ত্রিক মহিলা সমিতি, এবিপিটিএ, গনতান্ত্রিক আইনজীবী সংঘের পক্ষ থেকে। এদিন মিছিল পঞ্চুর চক থেকে শুরু হয়ে রিং রোড় ঘুরে পুনরায় পঞ্চুর চকে শেষ হয়। কয়েক মিনিটের জন্য কেরানি তলা মোড় অবরোধ করা হয়। এদিনের মিছিলে নেতৃত্ব দেন জগন্নাথ খান, সুমিত অধিকারী, সন্দীপ ঘোষ,নাসিমা বিবি,সমরেশ চক্রবর্তী, রঘুনাথ মুখার্জি প্রমুখ।

Latest