Skip to content

"অভয়া"-র ন্যায়বিচারের দাবিতে মেদিনীপুরে বামপন্থীদের মহামিছিল!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : অভয়া'র ন্যায়বিচারের দাবিতে মেদিনীপুরে বামপন্থীদের মহামিছিল। একবছর অতিক্রান্ত তবুও ন্যায় বিচার পাননি আর জি কর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত অবস্থায় ধর্ষিতা ও খুন হওয় চিকিৎসক 'অভয়া'। এই দাবিতে সামনে রেখে শুক্রবার সন্ধ্যায় বামপন্থী গণসংগঠন সমূহের আহ্বানে মহা মিছিল অনুষ্ঠিত হলো মেদিনীপুর শহরে। জাতীয় পতাকা, প্রজ্বলিত মশাল সহ আয়োজিত এই মিছিলে আয়োজক সংগঠন গুলির কর্মী সমর্থক,শুভানুধ্যাযী সহ ন্যায়বিচার প্রত্যাশী ও প্রতিবাদী নাগরিকরা অংশ নেন। শহরের পঞ্চুর চক থেকে মিছিল শুরু হয়ে রিং রোড পরিক্রমা করার পর।পুনরায় পঞ্চুর চকে শেষ হয় মিছিল উপস্থিত ছিলেন বিজয় পাল, সুকুমার আচার্য, তাপস সিনহা,কমল পলমল,সৌগত পন্ডা, কুন্দন গোপ, জয়দীপ খাটুয়া সহ অন্যান্যরা নেতৃবৃন্দ।

Latest