নিজস্ব প্রতিবেদক,পশ্চিম মেদিনীপুর: 'জব কার্ড রক্ষা করো, কাজের অধিকার আদায় করো" এই দাবি সহ অন্যান্য দাবী আদায়ের লক্ষ্যে বামপন্থী কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর, ছাত্র,যুব মহিলা সংগঠন গুলির ডাকে শ্রমজীবী খাওয়া মানুষের মিছিল চন্দ্রকোণা-২ ব্লক অফিস অভিযান করলো। মিছিল শেষে দীর্ঘক্ষন বিডিও-কে ঘেরাও করে রাখার পর আন্দোলনের চাপে পড়ে বিডিও বাধ্য হয়েছেন ৩২৫৮ জনের পূরন করা জব কার্ডের কাজের আবেদনের ৪-ক ফরম রিসিভ করতে বাধ্য হন। সংগঠন গুলির পক্ষ থেকে জানানো হয়,খেটে খাওয়া গরীব,মেহনতি মানুষের সম্মিলিত আন্দোলনের চাপেই প্রশাসন বাধ্য হয়েছে ফরম রিসিভ করতে। তাঁরা জানিয়ে দেন,কাজের ব্যবস্থা করতে না পারলে আগামীদিনে আরো বৃহত্তর আন্দোলন সংগঠিত হবে। এদিন কৃষক সভা, সিটু,সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন,এস এফ আই, ডি ওয়াই এফ আই, মহিলা সমিতির পক্ষে উপস্থিত ছিলেন গুরুপদ দত্ত, সুবোধ রায়,উত্তম মন্ডল,চিন্ময় পাল, রাজীব পালোধী প্রমুখ।
বামেদের চন্দ্রকোনা-২ বিডিও অফিস অভিযান!
