Skip to content

ঝাড়গ্রাম জেলা আইনি পরিষেবা কতৃপক্ষ পরিচালিত বেলিয়াবেড়া ব্লকের আঁধারিয়া গ্রামে আইনি সচেতনতা শিবির!

1 min read

নিজস্ব সংবাদদাতা: ২৩শে জানুয়ারী বৃহস্পতিবার নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ঝাড়গ্রাম জেলার আইনি পরিষেবা কতৃপক্ষ পরিচালিত বেলিয়াবেড়া ব্লকের আঁধারিয়া গ্রামে আইনি সচেতনতা শিবির।নারীর অধিকার, ঘরোয়া হিংসা রদ, বাল্য বিবাহ প্রতিরোধ, সাইবার ক্রাইম, শিশু শ্রম, ট্রাফিক আইন সম্পর্কে সচেতন করতে বৃহস্পতিবার শিবির হলো বেলিয়াবেড়া ব্লকের আঁধারিয়া গ্রামে ।
এই শিবিরে যোগ দেন প্রায় ১০০ জন স্থানীয় মানুষ । উক্ত শিবিরে উপস্থিত ছিলেন গ্রাম পঞ্চায়েত সদস্য ভবেশ পানি।গ্রামের মানুষদের আইনি সচেতন করেন এবং বিনামূল্যে অফিসের নানান পরিষেবা সম্পর্কে অবগত করান জেলা আইনি পরিষেবা কতৃপক্ষ্যের "অধিকার মিত্র" রীতা দাস দত্ত। সুবর্ণরৈখিক ভাষায় বক্তব্য রাখেন এবং সর্বদা পাশে থাকার অঙ্গীকার করেন তিনি ।

Latest