Skip to content

বিকেল ৫টা পর্যন্ত বাংলায় গড় ভোট ৭৫.৬৬ শতাংশ, দেশে পড়ল ৬২.৩১ শতাংশ!

নিজস্ব সংবাদদাতা : চব্বিশের লোকসভা নির্বাচনের প্রথম চতুর্থ দফার মিটেছে নির্বিঘ্নেই। বিক্ষিপ্ত অশান্তি ছাড়া কোথাও বড় কোনও রাজনৈতিক হিংসার ঘটনা ঘটেনি। সোমবার, ১৩ মে চতুর্থ দফায় ভোটগ্রহণ দেশের মোট ৯৬টি কেন্দ্রে। জম্মু-কাশ্মীর, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ-সহ ১০ রাজ্যে ভোট। কমিশনের দেওয়া তথ্য অনুসারে বিকেল ৫টা পর্যন্ত মোট ভোট পড়েছে ৬২.৩১ শতাংশ। বাংলায় গড় ভোট পড়েছে ৭৫.৬৬ শতাংশ। দেশের ৯টি রাজ্যের পাশাপাশি এদিন পশ্চিমবঙ্গেরও ৮ আসনে ছিল ভোট। এদিন সকাল থেকেই বাংলার প্রায় সব বুথেই মানুষের ঢল নামে। বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া মোটের উপর শান্তিতেই মিটেছে এদিনের ভোটপর্ব। চতুর্থ দফার ভোটের ভাগ্য নির্ধারণ শত্রুঘ্ন সিনহা, এসএস আলুওয়ালিয়া,অধীর চৌধুরী, দিলীপ ঘোষ, মহুয়া মৈত্র, শতাব্দী রায়, ইউসুফ পাঠান, কীর্তি আজাদদের। বিকেল পাঁচটা অবধি বাংলায় সার্বিক ভোটের হার ৭৫.৬৬ শতাংশ। বহরমপুরের ৭৫.৩৬ শতাংশ, কৃষ্ণনগর ৭৭.২৯ শতাংশ, রানাঘাট ৭৭.৪৬ শতাংশ,পূর্ব বর্ধমান ৭৭.৩৬ শতাংশ, বর্ধমান-দুর্গাপুরে ৭৫.০২ শতাংশ, আসানসোল ৬৯.৪৩ শতাংশ, বোলপুরে ৭৭.৭৭ শতাংশ, বীরভূমে ৭৫.৪৫ শতাংশ ভোট পড়েছে।

বিকেল ৫টা পর্যন্ত দেশের ১০টি রাজ্যে গড় ভোট পড়েছে ৬২ দশমিক ৩১ শতাংশ ভোট পড়েছে।

-অন্ধ্র প্রদেশে ভোট পড়েছে ৬৮.০৪ শতাংশ

-বিহারে ৫৪.১৪ শতাংশ

-জম্মু ও কাশ্মীরে ৩৫.৭৫ শতাংশ

-ঝাড়খণ্ডে ৬৩.১৪ শতাংশ

-মধ্যপ্রদেশে ৬৮.০১ শতাংশ

-মহারাষ্ট্রে ৫২.৪৯ শতাংশ

-ওড়িশায় ৬২.৯৬ শতাংশ

-তেলেঙ্গানায় ৬১.১৬ শতাংশ

-উত্তরপ্রদেশ ৫৬.৩৫ শতাংশ

-পশ্চিমবঙ্গ ৭৫.৬৬ শতাংশ

Latest