Skip to content

মেদিনীপুর শহর তৃনমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার কর্মসূচি পালন করল!

নিজস্ব সংবাদদাতা : মেদিনীপুর শহরের গান্ধী মূর্তির পাদদেশে থেকে শহর তৃনমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার কর্মসূচি পালন করল। প্রসঙ্গ,বুধবার বাঁকুড়ার সারেঙ্গায় নির্বাচনী প্রচারে গিয়েছিলেন বিরোধী দলনেতা। সেখান থেকে ফেরার পথে তাঁকে উদ্দেশ করে কেউ বা কারা স্লোগান দিতে শুরু করেন। অভিযোগ, কাছেই তৃণমূলের একটি জনসভা চলছিল। শুভেন্দু গাড়িতে ওঠার সময়ে সেখান থেকেই তাঁকে উদ্দেশ করে সন্দেশখালি প্রসঙ্গে মাইকে মন্তব্য করা হয়। যা শুনে তিনি মেজাজ হারান। গাড়ি থেকে নেমে শুভেন্দুকে তেড়ে এগিয়েও যেতে দেখা যায়। যদিও নিরাপত্তারক্ষীরা শুভেন্দুকে আটকে দেন। সব মিলিয়ে চরম উত্তেজনার পরিবেশ তৈরি হয়। তাতে বলা হচ্ছে, ‘‘সন্দেশখালির অপমান, মহিলাদের অপমান।’’ এই স্লোগান শুনেই মেজাজ হারালেন শুভেন্দু।পাল্টা চিৎকার করেন তিনি। এমনকি অশালীন শব্দ ব্যবহার করতেও শোনা যায়। তাই বৃহস্পতিবার সন্ধ্যা সময় শুভেন্দুর কুশ পুতুল দাহ করে প্রতিবাদ বিক্ষোভ করলো তৃনমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে।যার মূল উদ্যোক্তা ছিল আবীর আগরওয়াল (সাহেব )যিনি শহর তৃণমূল যুব সহ - সভাপতি। উপস্থিত ছিলেন জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি নির্মাল্য চক্রবর্তী ও শহর তৃণমূলের অন্যতম নেতৃত্ববৃন্দরা।

Latest