Skip to content

মেদিনীপুর শহরে পদ্ম এগিয়ে সংখ্যালঘু এলাকাতেও!

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মেদিনীপুর শহরে বিরোধী দল থেকে ৫০০০ এর বেশি ভোটে পিছিয়ে রয়েছেন লোকসভা নির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী জুন মালিয়া। মেদিনীপুর পৌরসভার ২৫ টি ওয়ার্ডের মধ্যে ১০টি লিড পেয়েছে তৃণমূল। মেদিনীপুর লোকসভার তৃণমূল প্রার্থীর মান বাঁচিয়েছে গ্রামাঞ্চল। মেদিনীপুর বিধানসভা থেকে জুন মালিয়াকে লিড দিয়েছে ২৫টি ওয়ার্ডের মধ্যে ১০ টি ওয়ার্ড। নিজের গড়েই ধাক্কা নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। জুন মালিয়ার সমর্থনে মুখ্যমন্ত্রী পদযাত্রায় কর্মী সমর্থকদের ভিড় ছিল না। সঙ্গে নেতা নেতৃত্বদের উপস্থিতিও দেখা দেয়নি সেভাবে। আর সেই দিনই প্রশ্ন উঠেছিল শহর তৃণমূলের ভোটের ঝুলিতে বেশি ভোট আসবে না বলে ইঙ্গিত মিলেছিল। মেদিনীপুর পৌরসভার ২৫ টি ওয়ার্ডের মধ্যে ২১ টি ওয়ার্ড তৃণমূলের দখলে আর এই ২১ টি ওয়ার্ডের মধ্যে ১০টি ওয়ার্ডে ভোট লিড পেয়েছে তৃণমূল প্রার্থী। বাকি ১১ টি ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলররা নিজেদেরই ওয়ার্ডেই পিছিয়ে পড়েছে। উল্লেখ্য গত তিন বছরে মেদিনীপুর শহরে কোটি কোটি টাকার উন্নয়ন হলেও শহরে ভোট তৃণমূল কেন পেল না সেই প্রশ্ন উঠে আসছে রাজনৈতিক মহলে। তবে কি মেদিনীপুর শহরে দুই গোষ্ঠীর কারণেই এই ফল? মেদিনীপুর শহরে ২৫ টি ওয়ার্ডের মধ্যে তৃনমূলের দখলে ২১ টি ওয়ার্ড , আর সেই ২১ টি ওয়ার্ডের মধ্যে ১০টি ওয়ার্ড তৃণমূলকে লিড দিয়েছে এগুলো হলো (১ ২ ১১ ১৩ ১৪ ১৫ ১৬ ২১ ২২ ২৩ ) বাকি ১১ টি ওয়ার্ড বিজেপি কে লিড দিয়েছে। মেদিনীপুর পৌরসভার পৌ-প্রধান সৌমেন খানের ওয়াড়ে তৃণমূল শহর সভাপতি বিশ্বনাথ পান্ডবের ওয়ার্ড মহিলা তৃণমূলের সভাপতি মৌ রায়ের ওয়ার্ড ও দলের শহর নির্বাচন কমিটির আহ্বায়ক সৌরভের ওয়ার্ডে পিছিয়ে রয়েছে তৃণমূল। যদিও ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা শহরের সংখ্যালঘু সেলের সভাপতি মোজাম্মেল হোসেন নিজের ওয়াজে মোট ভোটার ৪,৩১৮, ভোট পোল হয়েছে ৩৪১২, ১৭৫১ ভোটে তৃণমূল লোকসভার প্রার্থী জুন মালিয়া কে লিড দিয়েছে। যা নিয়ে মেদিনীপুর শহর বাসী ও দলের নেত্রী মমতা ব্যানার্জি সেনাপতি অভিষেকের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছেন ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মোজাম্মেল হোসেন।এ বিষয়ে জেলা সভাপতি সুজয় হাজরা কে জিজ্ঞাসা করলে তিনি বলেন কেন এই ফল হয়েছে তা খতিয়ে দেখা হবে, রাজ্য পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট পাঠানো হবে।

Latest