Skip to content

রাত পোহালেই লোকসভা ভোটের গণনা!

নিজস্ব সংবাদদাতা :  রাত পোহালেই লোকসভা ভোটের গণনা শুরু হবে। রাজ্যের ৪২টি আসনে ভোট গণনা হবে ৫৫টি কেন্দ্রে। চলছে সিসি ক্যামেরায় ২৪ ঘণ্টার নজরদারি।ইতিমধ্যেই বিভিন্ন সংস্থা ‘এক্সিট পোল’-এ রাজ্যে বিজেপিকে এগিয়ে রেখেছে। ওই ঘটনাকে কেন্দ্র করে যাতে দলের কাউন্টিং এজেন্টদের মনোবল না ভাঙে, সে জন্য আসরে নেমেছেন তৃণমূলের জেলা ও রাজ্য নেতৃত্ব। তৃণমূল সূত্রের খবর, ইতিমধ্যেই দলের তরফে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের গণনাকেন্দ্র রায়গঞ্জ পলিটেকনিক ও ইসলামপুর কলেজে দায়িত্বপ্রাপ্ত দলের কাউন্টিং এজেন্টদের বিভিন্ন নির্দেশ পাঠানো হয়েছে।অন্য দিকে, গণনায় কারচুপি রুখতে তাদের দলের কাউন্টিং এজেন্টদের প্রশিক্ষণ ও বিভিন্ন নির্দেশ দেওয়া হয়েছে বলে বিরোধীদের দাবি। জেলা নির্বাচনী দফতরের দাবি, রায়গঞ্জ পলিটেকনিক কলেজ ও ইসলামপুর কলেজে সব ঘরে নজর-ক্যামেরা চালিয়ে রেখে গণনা চলবে। ফলে, গণনা নিয়ে কারচুপির অভিযোগ উঠলে কমিশন দ্রুত তদন্ত করে ব্যবস্থা নিতে পারবে। নির্বাচন দফতরের এক আধিকারিকের বক্তব্য, “কেন্দ্রীয় বাহিনী, কেন্দ্রীয় পর্যবেক্ষক, নজর-ক্যামেরাসহ নানা নিরাপত্তা ব্যবস্থার মধ্যে স্বচ্ছ ভাবে ভোটগণনা হবে।”

Latest