পশ্চিম মেদিনীপুর নিজস্ব সংবাদদাতা : মেদিনীপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জুন মালিয়া শুক্রবার রেলশহরে প্রচারে এসেই শোনালেন ‘ডবল ইঞ্জিন’-এর কথা। তবে প্রেক্ষিতটা আলাদা। এ বার সেখানে তৃণমূলকে জেতানোর আবেদন করে জুন বোঝাতে চেয়েছেন, রাজ্যে যেহেতু ক্ষমতায় তাঁরা সে ক্ষেত্রে রেলশহরের মানুষের ডবল ইঞ্জিনের সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে।প্রার্থী হওয়ার পর এ দিন প্রথমবার খড়্গপুর শহরে এসেছিলেন জুন। ‘অধিকার যাত্রা’য় নিজের কর্মসূচির সূচনায় মিশ্র সংস্কৃতির রেলশহরে ধর্মনিরপেক্ষতার বার্তায় মূলত সকল ধর্মীয় প্রতিষ্ঠান দর্শন করেছেন তিনি।