Skip to content

৪২ লোকসভা আসনের প্রার্থী ঘোষণা করা হবে ব্রিগেড সমাবেশ থেকেই!

নিজস্ব সংবাদদাতা : ব্রিগেডের মঞ্চ–সহ গোটা ব্যবস্থার মধ্যে আধুনিকতার ছোঁয়া স্পষ্ট থাকবে। জনগর্জন সভার জন্য মোট ৩টি মঞ্চ করা হয়েছে। একটিতে থাকবেন মমতা বন্দ্যোপাধ্য়ায়, অভিষেক বন্দ্যোপাধ্য়ায়–সহ তৃণমূল শীর্ষ নেতৃত্ব। অন্য দুটির একটিতে বুদ্ধিজীবী, আমন্ত্রিত ব্যক্তি। তৃতীয় মঞ্চে থাকবেন তৃণমূল কংগ্রেসের সাংসদ–বিধায়করা।আজ, রবিবার লোকসভা নির্বাচনের প্রাক্কালে ব্রিগেড ময়দান প্রস্তুত মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘‌জনগর্জন’‌ সভার জন্য। মোদী সরকারকে কার্যত অত্যাচারী ব্রিটিশ এবং জমিদারদের সঙ্গে এক আসনে বসিয়েছে তৃণমূল কংগ্রেস। ব্রিটিশ সাম্রাজ্যের যেমন পতন হয়েছে, তেমন কেন্দ্রের ক্ষমতা থেকে উৎখাত হবে বিজেপি। সোশ্যাল মিডিয়ায় এটাই পোস্ট করা হয়েছে। আজ, রবিবার লাখ লাখ মানুষের মধ্যে এই বার্তা ছড়িয়ে দেবেন বাংলার মুখ্যমন্ত্রী।

Latest