Skip to content

মাধ্যমিক পরীক্ষা দিতে এসে পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষা না দিয়ে ফিরতে হলো বাড়ি পরীক্ষার্থীকে!

1 min read

পশ্চিম মেদিনীপুর সেখ ওয়ারেশ আলী : মাধ্যমিক পরীক্ষা দিতে এসে পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষা না দিয়ে ফিরতে হলো বাড়ি পরীক্ষার্থীকে। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ি ব্লকের দুধেবুধে হাইস্কুলের।কেশিয়াড়ি ব্লকের দুধেবুধে গ্ৰাম সভা ট্রাইবাল ইনস্টিটিউট স্কুলের ২০২৪এর মাধ্যমিক পরীক্ষার্থী রুপালী মান্ডী। যার মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্র পড়ে কুসুমপুর হাইস্কুলে।এডমিট কার্ড না থাকার কারনে পরীক্ষা কেন্দ্র থেকেই বাড়ি ফিরতে হল জীবনের প্রথম পরীক্ষা মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রীকে। যদিও বাড়ি ফিরে স্কুল কর্তৃপক্ষ কে দায়ী করছেন ওই পরীক্ষার্থী।অভিযোগ স্কুল থেকে ফর্ম ফিলাপের সময় কোন রকম ভাবে জানানো হয়নি তাকে আর তাই ফর্ম ফিলাপের তারিখে ফর্ম পূরণ না করায় এডমিট কার্ড আসেনি ওই ছাত্রীর।। যদিও স্কুল কর্তৃপক্ষের তরফে পুরো অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে স্কুলের প্রধান শিক্ষক জানান অনেক বার যোগাযোগ করা হয়েছে ওই ছাত্রীর সঙ্গে ফোনের মাধ্যমে তবে পাওয়া যায়নি ফোনে ওই ছাত্রীকে পাশাপাশি সহপাঠী দের হাতে খবর ও পৌঁছোনো হয়েছে কিন্তু কোনোরকম ভাবে স্কুলে এসে ফর্ম ফিলাপ করেনি ওই ছাত্রী।

Latest