Skip to content

বাবা সিপিআইএমের হোলটাইমার,সেই ছেলেই রাজ্যে তৃতীয় স্থান দখল করল মাধ্যমিকে!

নিজস্ব প্রতিবেদন : বাবা সিপিআইএমের হোলটাইমার।দল থেকে সামান্য মাসিক ভাতা পেয়ে থাকেন। তা দিয়েই কোনও রকমে দিন যাপন করতে হয় এই পরিবারকে। সেই ছেলেই এবারে ৬৯১ নম্বর পেয়ে রাজ্যে তৃতীয় স্থান দখল করল মাধ্যমিকে। বালুরঘাট শহরের প্রাচ্য ভারতি এলাকার বাসিন্দা উদয়ন প্রসাদ । বাবা উমেশ প্রসাদ। রাজনৈতিক দল সিপিআইএমের সর্বক্ষণের কর্মী হোলটাইমার হিসাবে কাজ করে থাকেন। দল থেকে সামান্য মাসিক ভাতা পেয়ে থাকেন। হোলটাইমাররা ৩ হাজার থেকে ৬ হাজারের মতো ভাতা পান। জেলাভিত্তিক তা আলাদা-আলাদা হয়ে থাকে তা দিয়েই কোনও রকমে দিন যাপন করতে হয় এই পরিবারকে। কিন্তু ছেলে উদয়ন ব্যস্ত বাবার এই অবস্থাটা বুঝতে পেরে দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যাচ্ছে। উদ্দেশ্য বড় হয়ে নিজেকে স্বাবলম্বী করে পরিবারের পাশাপাশি প্রান্তিক এই জেলার সাধারণ মানুষদের জন্য কিছু করা। পাশাপাশি পরিবারের আর্থিক দুর্দশা খোঁচানো তাঁর অন্যতম লক্ষ্য।উদয়ন প্রসাদ বলেন, “বড় হয়ে আমি ডাক্তার হতে চাই। তারপর প্রান্তিক এই জেলার সাধারণ মানুষদের জন্য ইচ্ছা আছে কিছু করার। আর্থিক প্রতিবন্ধকতা ছিল অবশ্যই। কিন্তু সেই প্রতিবন্ধকতাকে কাটিয়ে এত বড় জায়গায় আসতে পেরেছি এর জন্য বাবা-মা স্কুলের শিক্ষক সহ গৃহ শিক্ষকদের ধন্যবাদ।

Latest