Skip to content

২৭ ফেব্রুয়ারি গভীর রাতে ভূমিকম্পে কেঁপে উঠল শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গ!

1 min read

নিজস্ব সংবাদদাতা :  ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, শুক্রবার রাত ২টো ৩৬ মিনিটে ৫.৫ মাত্রার এই ভূমিকম্পটি হয়। নেপালের সিন্ধুপালচক জেলার প্রশাসনিক কর্তা গণেশ নেপালি জানিয়েছেন, ভূমিকম্পের ঝাঁকুনি এতটাই তীব্র ছিল যে গভীর রাতে ঘুম ভেঙে যায় বহু মানুষের। আতঙ্কে অনেকেই বাড়ির বাইরে ছুটে যান, পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ঘরে ফেরেন। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে একাধিক বাড়িতে ফাটল ধরেছে। এদিকে বিহারের পটনা থেকে বাংলার দার্জিলিঙ,শিলিগুড়ি বহু বাড়িতে এই ভূমিকম্পের প্রভাবে জিনিসপত্র নড়ে উঠেছে। ছাদে ফ্যান দুলে উঠেছে। তবে বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি কোথায় হয়েছে বলে জানা যায়নি।বহু বাড়ির জানালা কেঁপে উঠেছে, ঘরের ফ্যান দুলেছে। যদিও বড় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। 

Latest