Skip to content

মধ্যপ্রদেশের ঊজ্জ্বয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পুজো দিলেন অরিজিৎ সিং!

নিজস্ব সংবাদদাতা :  ২০ এপ্রিল রবিবার সকালে পুরোহিতের মাধ্যমে মহাকাল মন্দিরে পুজো দিতে দেখা যায় অরিজিৎকে। পুরোহিত তাঁর গলায় ওঁং লেখা একটা লাল উত্তরীয় পরিয়ে দেন। স্ত্রীকে পাশে নিয়ে মন্দিরে অনুষ্ঠিত ভষ্ম আরতিতে অংশগ্রহণ করেন গায়ক। আবার তাঁদের নন্দী হলে বেশকিছুক্ষণ চোখ বন্ধ করে বসে থাকতেও দেখা যায়। ANI-এর ক্যামেরায় উঠে এসেছে সেই ভিডিয়ো। অরিজিৎকে সঙ্গে লাল ধুতি। পাশে স্ত্রী। তাঁর পরনে লাল শাড়ি। কালো শাল। দু’জনের কপালেই হলুদ তিলক।

Latest