Skip to content

প্রয়াগরাজের মহাকুম্ভে ৪৫ দিন নৌকা চালিয়েই আয় ৩০ কোটি টাকা!

নিজস্ব সংবাদদাতা : শুনে অবাক হলেন তো, প্রয়াগরাজের মহাকুম্ভে ৪৫ দিন নৌকা চালিয়েই আয় ৩০ কোটি টাকা। কোটি কোটি দর্শনার্থীর ভিড়ে জমজমাট ছিল প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায়। ৪৫ বছরের এই প্রৌঢ় মহাকুম্ভে শুধু নৌকা চালিয়েই আয় করেছেন ৩০ কোটি টাকা!পেশায় নৌকা চালক পিন্টু ত্রিবেণী নদীর তীরে অবস্থিত প্রয়াগরাজের নৈনির আরাইল এলাকার বাসিন্দা। নৌকা চালানোই তাঁর পারিবারিক পেশা। দিনে কয়েক-শো আয় ককরেই সন্তুষ্ট থাকতে হত এই মাঝিকে। কিন্তু, মিলন উৎসব মহাকুম্ভ শুরুর আগে বড় সিন্ধান্ত নিয়ে ফেলেন পিন্টু। স্থির করেন কুম্ভে নৌকা চালাবেন তিনি। বাড়তি বেশ কয়েয়টি নৌকাও লক্ষ লক্ষ টাকা ধার করে কিনে ফেলে সে। বাড়ির লোকেদের মত না থাকলেও পিছুপা হননি পিন্টু। আর তাঁর সেই সিন্ধান্তেই এখন এখন কোটিপতি মাঝি পিন্টু। পিন্টুর সাফল্যের কাহিনী বিধানসভায় বলেছেন খোদ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। জানান যে, একজন নৌকাচালক এবং তাঁর পরিবার মাত্র ৪৫ দিনে ৩০ কোটি টাকা আয় করেছেন। নৌকাচালক ১৩০টি নৌকার মালিক ছিলেন, প্রতিটি নৌকা থেকে গড়ে ২৩ লক্ষ টাকা লাভ হয়েছে। একটা সিদ্ধান্তই পিন্টুর জীবন বদলে দিয়েছে। মহাকুম্ভে বিপুল পর্যটকদের ভিড় সামলাতে তাঁর কোনও নৌকা ফাঁকা যায়নি। প্রতিদিন তার প্রতিটি নৌকা ৫০ থেকে ৫২ হাজার টাকা উপার্জন করত। অর্থাৎ ৪৫ দিনে এক একটি ২৩ লক্ষ টাকা করে উপার্জন করেছে।

Latest